রিয়াদ ভূঁইয়া লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে মাহতাব উদ্দিন তাহসিন (১৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় লাকসাম উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের বাবা নাসির উদ্দীনের সে উপজেলা মৎস অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং উপজেলা পরিষদের সংলগ্ন আনিসা প্যালেসের ৪ তলার ভাড়াটিয়া।
উপজেলা মৎস অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাসির উদ্দীন জানায়, চাকরির সুবাদে স্ত্রী ও সন্তান নিয়ে উপজেলা পরিষদের সংলগ্ন আনিসা প্যালেসের ৪ তলার ভাড়া বাসা নিয়ে বসবাস করি।মাহতাব উদ্দিন তাহসিন আমার এক মাত্র ছেলে।সে জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধি। তার চিকিৎসা চলছে। আমাদের অজান্তে আজ সকালে পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। এই বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই’।