রিয়াদ ভূঁইয়া লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই শিরোনামে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ দুই থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন মুসলিম, হিন্দু,বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজনীতির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বিকালে লাকসাম থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।
থানার ওসি তদন্ত ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,লাকসাম বণিক সমিতির আহবায়ক আলহাজ্ব মজির আহম্মদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মীর আবু বাকার সিদ্দিক, খেলাফত মজলিসের আনোয়ার জাহিদ,ইসলামি আন্দোলন নেছার উদ্দিন, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিষু,উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, দৌলতগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী জসিম উদ্দিন, থানার উপ-পরিদর্শক আবদুল্লা আল মাসুদ,
অপরদিকে দুপুরে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র সভাপতিত্বে ও ওসি তদন্ত আনোয়ার হোসেনের সঞ্চালনায় র্যালি ও সভায় উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক এসএম মুনসুর, মঞ্জুরুল আলম মজনু, সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, জামায়াতে ইসলামী আমির হাফেজ নুরুন্নবী, হেফাজত ইসলামের মাওলানা সহিদ উল্লাহ, ইসলামী আন্দোলন নেছার উদ্দিন সুমন, ইসলামী ফাউন্ডেশন ওবায়েদুল হক তারেক, প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ,যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তানজিল সোহেলসহ প্রমুখ।