মেহেরুল ইসলাম মোহন লালপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে ৩ শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শফিউল ইসলাম শফি(৬০) কে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৪শে আগষ্ট-২৩)তাকে আদালতে নেয়া হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, বুধবার(২৩শে আগষ্ট-২৩)রাতে লাপুর উপজেলার মাধবপুর(মালপাড়া)এলাকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর(দারোগাপাড়া)গ্রামের মৃত আজহার প্রামানিক ছেলে কাঠের ব্যাবসার সূত্রে ভাড়া বাসায় থাকতেন।এরই ধারাবাহিকতায়
বুধবার বিকেলে সালামপুর গ্রামের বাবলু হোসেন ছেলে আব্দুল্লাহ আল মামুন(১১), কেশববাড়িয়া গ্রামের সুজন আলীর ছেলে আবির আহমেদ সূর্য (১১), বিলমাড়িয়া গ্রামের জনি আলমের ছেলে অনিক(১৩)কে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার ভাড়া বাসায় ডেকে নেন তিনি।এরপর ঐ ৩ শিশুকে বলৎকারের চেষ্ঠা করেন।এ সময় গ্রামবাসী বুঝতে পেরে শফিউল ইসলাম শফির ভাড়া বাসা ঘিরে রেখে লালপুর থানা পুলিশকে খবর দিলে,পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ শিশু সহ তাকে লালপুর থানায় নিয়ে যায়।বিষয় টি লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।