Dhaka ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লৌহজংয়ে অভিযোগ করে আতঙ্কে বিএনপি পরিবার!

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৮৮ Time View
মোঃ আল বাধন (লৌহজং উপজেলা প্রতিনিধি)
লৌহজং উপজেলায় থানায় অভিযোগ দায়ের করেও আতঙ্কে রয়েছে বিএনপি দুটি পরিবার। গত ৬ নভেম্বর রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লার লোকজন মেদেনীমন্ডল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের অফিসে তুচ্ছ ঘটনায় অতর্কিত হামলা চালায়।
এতে ওই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার ছেলে শ্রমিক নেতা রাব্বি শেখ এবং ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রমজান হোসেন গুরুতর রক্তাক্ত জখম সহ আহত হয়। পরে পদ্মা উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এতে এখন বিভিন্ন সময় চাপ দিচ্ছে অভিযোগ উত্তোলনের জন্য পাভেল মোল্লা লোকজন।
গুরুতর আহত রমজান হোসেন  বলেন- গত ৬ নভেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে আমরা আমাদের শ্রমিক ইউনিয়ন অফিসে কথা বলছিলাম। পরে পাভেল মোল্লার লোকজন তাদের একক আধিপত্যের জন্য আমাদের উপর অতকিত হামলা চালায়। আমার হাতের তিনটি আঙুল ভেঙে যায়। আর রড দিয়ে এমন পিটিয়েছে আমি এখনো ঠিকমতো বসতে পারছি না।
হামলা করে শওকত, বাবু, সোলেমান, সাগর, সজিব সহ ১৫ থেকে ২০ জন হামলা চালায়। পাভেল মোল্লা উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের লোক হওয়াতে পুলিশ তাদের গ্রেফতার করছেন না। আমাদের হুমকি দিচ্ছে।
এদিকে, অপর আহত মেদেনীমন্ডল ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শেখ  বলেন- আমি বিএনপি করি প্রতিষ্ঠিত থেকে। তুচ্ছ ঘটনায় আমার ছেলে রাব্বিকে মারতেছে, আমি ছাড়াতে গেলে ওরা আমাকেও মেরেছে। পাভেল আগে বিএনপি করে নাই। জাতীয় পাটির নেতা ছিলো। এখনও বিএনপিকে ভোট দেয় নাই। তার দাপটে এলাকায় থাকতে পারছি না। তার দখলে সব কিছুই থাকতে হবে কেন? আমাদের অভিযোগ উত্তোলনের জন্য চাপ দিচ্ছে তারা। আমার ছেলেকে এতো মারছে কথাও এখন ঠিকমতো বলতে পারছে না।
বাকরুদ্ধ হয়ে বিছানায় শুয়ে থাকা শ্রমিক নেতা রাব্বি সাথে কথা বলতে চাইলে। তিনি ইশারা দিচ্ছেন কিন্তু কথা বলতে পারছেন না। তার মা বলেন, আমার ছেলে ও স্বামী  উপর যারা হামলা করছে, তাদের বিচার চাই।
এছাড়াও, পাভেল মোল্লা’র বিরুদ্ধে নিজ দলীয় কর্মী’কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মেদেনীমন্ডল ১ নং ওয়ার্ড আ’লীগের পাটি অফিস দখল, পদ্মার অবৈধ বালু উত্তোলন, মাওয়া মাছের বাজারে চাঁদাবাজি, অটোরিকশা-মিশুক ও সিএনজি স্টানে চাঁদাবাজি’র অভিযোগ রয়েছে।
তার ছত্রছায়া’য় যুবদলের একাধিক নেতাকর্মীরা চাঁদাবাজি ও মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই লূৎফর রহমান পাভেল মোল্লা। গত ২২ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাওয়া বাজার এলাকার দোকানদার মিলন ইসলামদের সাথে মেদেনীমন্ডল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি মনির মাদবরের ছোট ভাই সোহাগ মাদবরের রাস্তায় অটোরিকশা থামিয়ে রাখা নিয়ে ঝগড়া হয়। পাভেল এর ইন্ধনে তাকে ওই ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় দায়ের করা মামলায় আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লৌহজং উপজেলায় যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা বলেন, দুটি পক্ষই বিএনপির লোক। আমার একার লোক নয়। পদ্মা সেতু উত্তর থানার (ওসি) মো. জাকির হোসেন বলেন, দু’টি পক্ষই বিএনপি ।
ড্রেজার পাইপ নিয়ে এই ঘটনাটি ঘটে ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

লৌহজংয়ে অভিযোগ করে আতঙ্কে বিএনপি পরিবার!

Update Time : ০৮:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
মোঃ আল বাধন (লৌহজং উপজেলা প্রতিনিধি)
লৌহজং উপজেলায় থানায় অভিযোগ দায়ের করেও আতঙ্কে রয়েছে বিএনপি দুটি পরিবার। গত ৬ নভেম্বর রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লার লোকজন মেদেনীমন্ডল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের অফিসে তুচ্ছ ঘটনায় অতর্কিত হামলা চালায়।
এতে ওই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার ছেলে শ্রমিক নেতা রাব্বি শেখ এবং ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রমজান হোসেন গুরুতর রক্তাক্ত জখম সহ আহত হয়। পরে পদ্মা উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এতে এখন বিভিন্ন সময় চাপ দিচ্ছে অভিযোগ উত্তোলনের জন্য পাভেল মোল্লা লোকজন।
গুরুতর আহত রমজান হোসেন  বলেন- গত ৬ নভেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে আমরা আমাদের শ্রমিক ইউনিয়ন অফিসে কথা বলছিলাম। পরে পাভেল মোল্লার লোকজন তাদের একক আধিপত্যের জন্য আমাদের উপর অতকিত হামলা চালায়। আমার হাতের তিনটি আঙুল ভেঙে যায়। আর রড দিয়ে এমন পিটিয়েছে আমি এখনো ঠিকমতো বসতে পারছি না।
হামলা করে শওকত, বাবু, সোলেমান, সাগর, সজিব সহ ১৫ থেকে ২০ জন হামলা চালায়। পাভেল মোল্লা উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের লোক হওয়াতে পুলিশ তাদের গ্রেফতার করছেন না। আমাদের হুমকি দিচ্ছে।
এদিকে, অপর আহত মেদেনীমন্ডল ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শেখ  বলেন- আমি বিএনপি করি প্রতিষ্ঠিত থেকে। তুচ্ছ ঘটনায় আমার ছেলে রাব্বিকে মারতেছে, আমি ছাড়াতে গেলে ওরা আমাকেও মেরেছে। পাভেল আগে বিএনপি করে নাই। জাতীয় পাটির নেতা ছিলো। এখনও বিএনপিকে ভোট দেয় নাই। তার দাপটে এলাকায় থাকতে পারছি না। তার দখলে সব কিছুই থাকতে হবে কেন? আমাদের অভিযোগ উত্তোলনের জন্য চাপ দিচ্ছে তারা। আমার ছেলেকে এতো মারছে কথাও এখন ঠিকমতো বলতে পারছে না।
বাকরুদ্ধ হয়ে বিছানায় শুয়ে থাকা শ্রমিক নেতা রাব্বি সাথে কথা বলতে চাইলে। তিনি ইশারা দিচ্ছেন কিন্তু কথা বলতে পারছেন না। তার মা বলেন, আমার ছেলে ও স্বামী  উপর যারা হামলা করছে, তাদের বিচার চাই।
এছাড়াও, পাভেল মোল্লা’র বিরুদ্ধে নিজ দলীয় কর্মী’কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মেদেনীমন্ডল ১ নং ওয়ার্ড আ’লীগের পাটি অফিস দখল, পদ্মার অবৈধ বালু উত্তোলন, মাওয়া মাছের বাজারে চাঁদাবাজি, অটোরিকশা-মিশুক ও সিএনজি স্টানে চাঁদাবাজি’র অভিযোগ রয়েছে।
তার ছত্রছায়া’য় যুবদলের একাধিক নেতাকর্মীরা চাঁদাবাজি ও মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই লূৎফর রহমান পাভেল মোল্লা। গত ২২ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাওয়া বাজার এলাকার দোকানদার মিলন ইসলামদের সাথে মেদেনীমন্ডল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি মনির মাদবরের ছোট ভাই সোহাগ মাদবরের রাস্তায় অটোরিকশা থামিয়ে রাখা নিয়ে ঝগড়া হয়। পাভেল এর ইন্ধনে তাকে ওই ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় দায়ের করা মামলায় আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লৌহজং উপজেলায় যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা বলেন, দুটি পক্ষই বিএনপির লোক। আমার একার লোক নয়। পদ্মা সেতু উত্তর থানার (ওসি) মো. জাকির হোসেন বলেন, দু’টি পক্ষই বিএনপি ।
ড্রেজার পাইপ নিয়ে এই ঘটনাটি ঘটে ।