শিবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
মোঃ নাহিদ উজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি –
গত ১৫ বছর পর এমন বড় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে আজ।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় বঙ্গবন্ধু আন্তজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী করা হয়েছে। আজ শনিবার বিকালে ৩ টার শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আহমেদ মাহবুব-উল- ইসলাম। শিবগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থা আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম। এ সময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (মিটুল খান)।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা ফুটবল দল ও নাটোর জেলা ফুটবল দল অংশগ্রহন করে। এই টুর্নামেন্টে আটটি ফুটদল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর , বগুরা, ঝিনাইদহ , রাজশাহী, নওগাঁ জেলা ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। এই খেলাকে উপভোগ করতে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা মানুষজন আসতে শুরু করে।