জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তর। প্রশিক্ষণে ৩০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদীে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী জানান কন্দাল ফসল কৃষকদের জন্য একটি লাভজনক কৃষি। তাই উপজেলায় গোল আলু, মিষ্টি আলু, কাসাভা, গাছ আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু জাতীয় কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসবের পরিচিতি, উৎপাদন কৌশল, বালাই ব্যবস্থাপনা ও উৎপাদিত ফসল সংরক্ষণ বিষয়ে কৃষকদের ধারণা দেওয়াই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।