জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ ২২ জানুয়ারি সোমবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরসভার কুর্শা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত জলিলের বাড়ি পৌরসভার কুর্শা মহল্লায়। তাঁর পিতার নাম মোহাম্মদ আলী। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায় জলিল সকালে কৃষিজমি দেখভাল করে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যান জলিলকে চাপা দেয়। পরে স্থানীয় তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক পালিয়ে গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান পরিবাবের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কতৃপক্ষের পরামর্শে জলিলের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।