আল আমিন আব্দুল্লাহ (বিপু)
স্টাফ রিপোর্টার:
ষড়যন্ত্র যাহাই করুন না কেন কোন লাভ নেই, সঠিক সময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য জনাব দবিরুল ইসলাম এমপি।
তিনি আজ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব দবিরুল ইসলাম এমপি।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা সাধারণ সম্পাদক জনাব দীপক কুমার রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট
মোস্তাক আলম টুলু,সাংগঠনিক সম্পাদক
জনাব মাজহারুল ইসলাম সুজন,প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,সহ সভাপতি নগেন কুমার পাল,সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,আনোয়ার হোসেন
সাধারণ সম্পাদক এস এম আলমগীর,যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক দেবদাস,মহিলা বিষয়ক সম্পাদিকা মোকাররমা বাবলী সহ
নবগঠিত হরিপুর উপজেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মী ও উপদেষ্টাবৃন্দ।
সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি দবিরুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ষড়যন্ত্র যতই করুক, কোন লাভ নেই,সঠিক সময়ে নির্বাচন হবে।
শেখ হাসিনার ডাক যে কোন সময় আসতে পারে সে জন্য প্রস্তুুত থাকেন।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দীপক কুমার রায় বলেন, শেখ হাসিনা আমাদের শেষ ভরসাস্থল,বাংলাদেশের মানুষের জন্য কল্যানে সারা জীবন ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছেন।
শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। পরিচিত সভা সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল।