সন্দ্বীপে জেলা পরিষদ গুপ্তছড়া জেটির শুভ উদ্বোধন।
কাউছার মাহমুদ দিদার সন্দ্বীপ –
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গুপ্তছড়া জেটির শুভ উদ্বোধন অনুষ্ঠান ১৯ শে অক্টোবর সকাল ১০ ঘটিকায় গুপ্তছড়া ফেরিঘাটে অনুষ্ঠিত হয়েছে। এতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি ও চট্টগ্রাম জেলা পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম জেটির শুভ উদ্বোধন করেন। জেলা পরিষদ এর বাস্তবায়নে কাঁদামাটি মাড়ানো এবং যাতায়াতের বিড়ম্বনা হতে মুক্তির লক্ষ্যে এ জেটি নির্মাণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা
সম্রাট খীসা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, চট্টগ্রাম জেলাপরিষদ এর নব নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান
মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্টরা।