Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্দ্বীপ উড়িরচরে আধিপত্য বিস্তারে নবী গ্রুপের প্রধান নবীর দুই পায়ের রগ কেটে দু’চোখ তুলে নিল শাহীন গ্রুপের সন্ত্রাসীরা।

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৬৫ Time View

নিজেস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপের বিছিন্ন ইউনিয়ন উড়ির চরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নবী গ্রুপের প্রধান নবীর দুই পায়ের রগ কেটে ও দুই চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহীন গ্রুপের প্রধান শাহীনের বিরুদ্ধে। জানাগেছে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব। ৩০ নভেম্বর রাতে বারআউলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহীন গ্রুপের সন্ত্রাসীরা নবী উপর এলোপাতাড়ি গুলি ও হামলা চালায় বলে স্হানীয়সূত্রে জানাগেছে। একপর্যায়ে নবী কে ধরে নিয়ে সন্দ্বীপের উড়ির চর ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ সীমানায় ৬নং ওয়ার্ডের চরবালুয়া তে নবীর দুই পায়ের রগ কেটে ও দুই চোখ তুলে নেয় শাহীন গ্রুপের সন্ত্রাসীরা। শাহীনের নামে সন্দ্বীপ থানায় ডাকাতি, হত্যার, দস্যুতা ও অস্ত্রসহ আট টি মামলা এবং নোয়াখালী কোম্পানিগঞ্জ থানায় ডাকাতি হত্যা ও ফরেস্ট এর দশটি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত ছিলেন শাহীন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আশ্রাফ সহ শতাধিক সন্ত্রাসী। শাহীন গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ সন্দ্বীপের উড়ির চর ও কোম্পানিগঞ্জের চরবালুয়ার জনজীবন। সম্প্রতি উড়িরচরের বাতানি বাজারের আবদুল বাতেন এর ছেলে মুমিন কে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদা নেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এছাড়াও স্হানীয় চাষি আরিফ এর কাছ থেকে একশত সত্তর মণ রাজাশাইল ধান যার বাজার মূল্য এক লাখ একাশি হাজার টাকা, সুমন প্রকাশ বুলেট সুমনের সাতশো ষাট মণ যার বাজার মূল্য আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা।জাহাঙ্গীর নামের আরেক চাষার একশত পঁয়ত্রিশ মণ যার বাজার দর এক লাখ আটচল্লিশ হাজার টাকা।জিলাপি ওয়ালা সহ অনেক চাষিকে জিম্মি করে ধান নিয়ে যায় বলে জানাগেছে। চাঁদা দিতে না চাইলে মারধর অত্যাচার নির্যাতন জুলুমের শিকার ছিল এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। আর এসব কালেকশন করে শাহীন গ্রুপের অস্ত্রধারী সোহেল প্রকাশ বোমা সোহেল নামের একজন।
এ বিষয়ে নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং তদন্ত অব্যাহত আছে থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

সন্দ্বীপ উড়িরচরে আধিপত্য বিস্তারে নবী গ্রুপের প্রধান নবীর দুই পায়ের রগ কেটে দু’চোখ তুলে নিল শাহীন গ্রুপের সন্ত্রাসীরা।

Update Time : ০৯:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

নিজেস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপের বিছিন্ন ইউনিয়ন উড়ির চরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নবী গ্রুপের প্রধান নবীর দুই পায়ের রগ কেটে ও দুই চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহীন গ্রুপের প্রধান শাহীনের বিরুদ্ধে। জানাগেছে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব। ৩০ নভেম্বর রাতে বারআউলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহীন গ্রুপের সন্ত্রাসীরা নবী উপর এলোপাতাড়ি গুলি ও হামলা চালায় বলে স্হানীয়সূত্রে জানাগেছে। একপর্যায়ে নবী কে ধরে নিয়ে সন্দ্বীপের উড়ির চর ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ সীমানায় ৬নং ওয়ার্ডের চরবালুয়া তে নবীর দুই পায়ের রগ কেটে ও দুই চোখ তুলে নেয় শাহীন গ্রুপের সন্ত্রাসীরা। শাহীনের নামে সন্দ্বীপ থানায় ডাকাতি, হত্যার, দস্যুতা ও অস্ত্রসহ আট টি মামলা এবং নোয়াখালী কোম্পানিগঞ্জ থানায় ডাকাতি হত্যা ও ফরেস্ট এর দশটি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত ছিলেন শাহীন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আশ্রাফ সহ শতাধিক সন্ত্রাসী। শাহীন গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ সন্দ্বীপের উড়ির চর ও কোম্পানিগঞ্জের চরবালুয়ার জনজীবন। সম্প্রতি উড়িরচরের বাতানি বাজারের আবদুল বাতেন এর ছেলে মুমিন কে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদা নেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এছাড়াও স্হানীয় চাষি আরিফ এর কাছ থেকে একশত সত্তর মণ রাজাশাইল ধান যার বাজার মূল্য এক লাখ একাশি হাজার টাকা, সুমন প্রকাশ বুলেট সুমনের সাতশো ষাট মণ যার বাজার মূল্য আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা।জাহাঙ্গীর নামের আরেক চাষার একশত পঁয়ত্রিশ মণ যার বাজার দর এক লাখ আটচল্লিশ হাজার টাকা।জিলাপি ওয়ালা সহ অনেক চাষিকে জিম্মি করে ধান নিয়ে যায় বলে জানাগেছে। চাঁদা দিতে না চাইলে মারধর অত্যাচার নির্যাতন জুলুমের শিকার ছিল এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। আর এসব কালেকশন করে শাহীন গ্রুপের অস্ত্রধারী সোহেল প্রকাশ বোমা সোহেল নামের একজন।
এ বিষয়ে নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং তদন্ত অব্যাহত আছে থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।