কাউছার মাহমুদ দিদার।।
সন্দ্বীপ উপজেলার প্রধান খাদ্য গুদামে ঢুকতে দেখা যায় গেইটের দুই পাশের বড় দরজা লাগানো, আর ছোট পাশ দিয়ে গুদামে সর্বসাধারন ও কর্মকর্তা কর্মচারী চলাচলের জন্য খুলে রাখা হলেও ভিতরে প্রবেশ করতে দেখা যায় গুদামের চারপাশের রাস্তার একেবারে বেহাল দশা, কাঁদা যুক্ত মাটি কোথাও পানি, পায়ে হাটা যেন অস্বাস্থ্যকর তেমনি মনে হচ্ছে যেন কোথাও চাষের জমি আবার কোথাও পানির লেক বা খালে পরিনত। এ যেন ভোগান্তির শেষ নেই, এই কাদাপানি দিয়ে হাটলে এলার্জি সহ নানান ধরনের রোগ বালাইয়ের সম্ভবনা বেশি। এ অবস্থা লাগব করার জন্য কোন রকমের ব্যবস্হা নেয়নি কতৃপক্ষ। সরেজমিনে খাদ্য গুদামের চারপাশে হেটে দেখা যায় কাঁদাযুক্ত মাটি দিয়ে হাটা চলা করছে, ও এমএস চালের ডিলার থেকে শুরু করে এ অফিসের কাজ করা লেবার ও কর্মকর্তা কর্মচারিরা। ট্রাক ট্রলি চলাচল করে এ প্রবেশ পথকে আরো বেহাল করছে কিন্তু গুদামের আশ পাশের পরিবেশে একেবারেই নাজুক।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় উৎপাদিত ধান, গম, চাল সংরক্ষণ করার জন্য আশির দশকে কমপ্লেক্সের আদালতের পাশে স্থাপন করা হয় সন্দ্বীপ এলএসডি (খাদ্যগুদাম)। বর্তমানে এই খাদ্যগুদাম অনেক সমস্যায় জর্জরিত। বিশেষ করে গুদামে প্রবেশের রাস্তার বেহাল দশা।
সন্দ্বীপ উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এসডি মোঃ মাইফুল ইসলাম বলেন এ রাস্তার বিষয়ে আমি আমার উর্ধতন কতৃপক্ষকে চিঠি দিয়েছি তারা আমাকে জানিয়েছেন এ ভবন গুলি অনেক আগের, ভবনের কাজের সাথে রাস্তা ও সংস্কার করা হবে, এ ছাড়া উপজেলা পরিষদের মাসিক মিটিং এ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি তারা বলছেন উপজেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ দিয়ে এ রাস্তা সংস্কার করবে।