সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত মোফাখ্খারুল ইসলাম মজনুর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে রোববার (১ ডিসেম্বর) বিকেল তিনটায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ।
স্মরণসভায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব পাটগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান আজিম, সদস্য আবু আলম, নুর ইসলাম ও সফিকুল ইসলাম প্রমুখ।