মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কুতুবপুর ইউনিয়নের চর-ডোমকান্দি মধ্যপাড়া আশরাফ আলী ওরফে বোচা প্রাং এর বাড়িতে ২৮ আগষ্ট সোমবার আনুমানিক রাত ৮ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গরুর গোয়াল ঘর সহ ২ টি বসতঘর পুড়ে গেছে। এছাড়াও ১টি গাভী আগুনে পুড়ে তাৎক্ষণিক মারা যায় এবং ১ টি বাছুর দগ্ধ হয়। ২৯ আগষ্ট মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, চর-ডোমকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত বজলা প্রাং এর ছেলে আশরাফ আলী ওরফে বোচা ও হাবিজার প্রাং এর পরিবারে ৩ টি ঘরের মধ্যে থাকা ধান, চাল সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, এতে তাদের আনুমানিক ৫-৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। আগুন লাগা ও ক্ষতির বিষয়ে জানতে চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন কিভাবে লাগছে আমরা বুঝতে পারছি না। আগুনের ধোয়া এবং শব্দ শুনে দেখতে পাই গরু রাখার গোয়াল ঘরে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে চিৎকার করে আশেপাশের মানুষ জনকে ডাকি এবং আমাদের ছেলে মেয়ে সহ বাচ্চাদের ঘর থেকে বের করি। গোয়াল ঘর থেকে বাছুর দগ্ধ অবস্থায় বের করি, কিন্তু গাভী সহ ঘরের কোনো আসবাবপত্র বের করতে পারিনি। ফায়ার সার্ভিসকে খবর দেই, তারা আসার পূর্বেই এলাকার সকল মানুষ আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ক্ষয়ক্ষতির বিষয়ে বিষয়ে জানতে চাইলে তারা জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা কি বলব, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। কিছু দিন আগে এক-দেড় লাখ টাকা খরচ করে ১ টি নতুন ঘর দেই সেই ঘর পুড়ে গেছে, ১ টি গাভী পুড়ে মারা গেছে, ঘরের আসবাবপত্র, ধান, চাল সব পুড়ে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আরও জানান যে, আমরা এখন কোথায় যাব, কার কাছে আর্থিক সাহায্য চাবো, কে আমাদের পাশে এগিয়ে আসবে। কুতুবপুর ইউপি চেয়ারম্যান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমি, আমার ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম এবং কর্ণিবাড়ী ইউপির সদস্য মিজানুর রহমান মিজান সহ রাতে ঘটনাস্থল পরিদর্শন করি। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য পাশে আছি। এদিকে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। এসময় তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংবাদ পাওয়ার পর আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, কিভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।