বিশেষ প্রতিনিধি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানেকে অপসারণের দাবিতে উপজেলার বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীদের ব্যানারে শাহরিয়ার রহমানকে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী, ধর্মীয় সস্প্রীতি বিনষ্টকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের এবং আহতদের সন্ত্রাসী আখ্যা প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ দফা দাবিতে রবিবার সকালে পৌর জামায়াতের আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি উপজেলার প্রধান গেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টিপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তোফাজ্জল হোসেন, সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, সহ-সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। একই দাবিতে রবিবার সকালে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোমিনুর ইসলাম, মুশফিকুর রহমান, বিপ্লব মিয়া প্রমুখ। একই দাবিতে রবিবার সকালে উপজেলার সুশীল সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন মাহমুদ, রাজু আলম, পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে সাদিকুল ইসলাম স্বপন বলেন, ইউএনও শাহরিয়ার রহমান বিভিন্ন প্রশিক্ষণের নামে আওয়ামী লীগ নেতাদের এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলমান রেখেছেন। বিভিন্ন অবৈধ কাজের সাথে তিনি জড়িত রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং বিএনপি’র নেতাকে যমুনায় নিক্ষেপ করতে চেয়েছিলেন। তাই অবিলম্বে তার অপসারণ চাই। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি প্রতিদিন চলমান থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, পরিসংখ্যান অফিসে অর্থ শুমারি প্রশিক্ষণ নিয়ে জামায়াতের নেতৃবৃন্দ বিক্ষোভ করেছেন। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী আগের তালিকা বহাল রেখে প্রশিক্ষণ কাজ শুরু করা হয়েছে, এ বিষয়ে আসলে আমার কোনও হাত নেই। তালিকা পরিবর্তন না করায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
শিরোনাম :
সারিয়াকান্দির ইউএনও’র অপসারণ দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
- Reporter Name
- Update Time : ১১:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- ৫২ Time View
Tag :
আলোচিত