“সারিয়াকান্দিতে আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন”
মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ
বুধবার ২৬ অক্টোবর বিকাল ৪ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান পৃষ্ঠপোষক ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ফজলুল করিম নিপু আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্তেজার রহমান মন্তে, আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের সভাপতি মতিয়ার রহমান মতি, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ হোসেন সরকার, সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সারিয়াকান্দি নিউ লাইফ হাসপাতালের পরিচালক মিজানুর রহমান রবিন, সারিয়াকান্দি দেশ কল্যাণী সোসাইটির চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাইম ইসলাম, আব্দুর রহিম, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন নাদিম অ্যান্ড নাঈম এক্সপ্রেস বনাম মোস্তাকিম এক্সপ্রেস। মোস্তাকিম এক্সপ্রেস ১-০ গোলে নাদিম অ্যান্ড নাঈম এক্সপ্রেসকে পরাজিত করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাইল আহম্মেদ, রেফারির দায়িত্ব পালন করেন লিটন মিয়া, ধারাভাষ্য দেন সবুজ মাস্টার।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২