মুকুল হোসেন সিংড়া(নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ পাঠে উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রেখে নান্দনিক মানবিক স্মার্ট সিংড়া বিনির্মানের লক্ষ্যে পর পর চতুর্থবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ নাটোর ০৩ সিংড়া আসনের সংসদ নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো মন্ত্রী সভায় ডাক ও টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হওয়ায় জুনাইদ আহমেদ পলক কে সিংড়ার বিভিন্ন পেশাজীবি ও সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার ২০ জানুয়ারি বিকাল ০৩ টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে আলহাজ্ব আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি নান্দনিক সিংড়ার গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন পাশাপাশি বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। সার্বিক সহযোগিতায় ছিল সিংড়া উপজেলা আওয়া মীলীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ।