তাহিরপুরে স্ত্রীর যৌতুক মামলায় শিক্ষক গ্রেপ্তার
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে তালাক দেয়ায় স্ত্রীর যৌতুক মামলায় জাকির হোসেন চৌধুরী (৪৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত শিক্ষক জাকির হোসেন চৌধুরী উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার বিজ্ঞান বিষয়ের শিক্ষক। মঙ্গলবার (১১অক্টোবর) রাতে তাহিরপুর সদর নিজ বাসা(ভাড়া বাসা) থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, দীর্ঘ দিন ধরেই পারিবারিক কলহের কারনে একাধিক বার বিচার শালিসি হলেও কোন সমাধান হয়নি। তাদের দুটি সন্তান রয়েছে। কিছু দিন পূর্বেও ঝামেলা হলে শিক্ষক জাকির হোসেন চৌধুরী তার স্ত্রীকে তালাক দেয়। আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, মঙ্গলবার রাতে ভোক্তভোগী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেছে এর পরেই শিক্ষক জাকির হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ
০১৭১৭৯৮৬২৩২