Dhaka ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই” রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান আহসান হাবিব বক্তব্য রাখেন।

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৬৯ Time View
“সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই” রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান আহসান হাবিব বক্তব্য রাখেন।
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবিব বলেছেন,সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই। আজকের রোভার স্কাউটসরাই স্মার্ট বাংলাদেশের কারিগর।উল্লেখ করে তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের সহ শিক্ষা গ্রহণ করতে হবে।বোর্ড চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য স্মার্ট নাগরিক প্রয়োজন।এ ক্ষেত্রে ছেলে-মেয়েরা সমান শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে এবং পরবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ কারিগরের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চিপ শিকদার রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল,রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,রিপন কুমার মন্ডল,কওছার আলী জোয়াদ্দার,আব্দুল মান্নান গাজী,শাহজাদা আবু ইলিয়াস,চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন,পরিচালক আবুল খায়ের,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান,এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক সজিব শেখ।প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,প্রভাষক মোমিন উদ্দীন,আব্দুর রাজ্জাক বুলি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
*বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযানঃ ০৪ জনকে সাজা প্রদানসহ ১১ জনকে ১,৬৯,০০০/-টাকা অর্থদন্ড প্রদান।*
খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সাতক্ষীরার সমন্বয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন দলুয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১। নারায়ন চন্দ্র মন্ডল (৬৫), ২। নিত্য নন্দন সরকার (৫০)দ্বয়কে ২০,০০০/- টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,  ৩। বিশ্বনাথ মন্ডল (৪১), ৪। রবিন মন্ডল (৩১)কে ৫০,০০০/- টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। রমেশ সরকার (৩৫)কে  ৫,০০০/- টাকা জরিমানা, ৬। উদয় মন্ডল (১৮)কে ১,০০০/- টাকা জরিমানা, ৭। শ্রীকান্ত মন্ডল (২৫)কে ১,০০০/- টাকা জরিমানা, ৮। রাজু মন্ডল (২৬)কে ১,০০০/- টাকা জরিমানা, ৯।  শ্রী গনেশ (৩৫)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১০। সমিরন (৩৫)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১১। শুভ (২৪)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১২। শাহাদেব (৩০)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১৩। আল মামুন (২২)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১৪। শংকর (৩৫)কে ৩,০০০/- টাকা জরিমানা এবং ১৫। জয়ন্ত সরকার (৩৩)কে ৩,০০০/- টাকা জরিমানা করে। সর্বমোট ১,৬৯,০০০/- (এক লক্ষ ঊনসত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ৬৭ কেজি চিংড়ি মাছ ও জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক সেচ্ছায় পরিশোধ করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।
রামপালে ওয়ার্ল্ডভিশনের দূর্যোগ সাইক্লোন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ডভিশন দূর্যোগ পূর্ব প্রস্তুতি প্রকল্প(সাইক্লোন)বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রামপাল কলেজ মাঠে রামপাল ফায়ার সার্ভিস এর ফায়ার স্টেশনের কর্মীরা এ মহড়াতে সাধারন মানুষকে সচেতনমূলক দিক নির্দেশনা প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহি অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনেরা মিলি, পিআইও মতিউর রহমান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রজেক্ট অফিসার মিলিতা সরকার,ফিলিপ আরিন্দা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন। 
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট –
“আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড” স্লোগানকে সামনে রেখে নলিয়ান সংলগ্ন এলাকার অসহায় গরীব মানুষকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ান, সুতারখালী, কামারখালী, কালাবগী এবং তৎসংলগ্ন এলাকায় সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৩৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।
তিনি আরও বলেন, এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম হাসানুজ্জামান, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও এ ক্যাম্পেইন কন্টিনজেন্ট কমান্ডার নলিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত খুলনা জেলার দাকোপ থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম হাসানুজ্জামান, এএমসি কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
খুলনার পাইকগাছায় বীর নিবাস প্রকল্পের বাড়ী পেলেন ১২মুক্তিযোদ্ধা পরিবার। 
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছার বীর নিবাস প্রকল্পের প্রথম পর্যায়ে বাড়ি পেলেন ১২মুক্তিযোদ্ধা পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রচারের আয়োজন করেন উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী ১২ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রথম পর্যায়ে নির্মিত উন্নতমানের বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,সমবায় কর্মকর্তা জাকারিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অত্র প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও সমাজসেবা দপ্তর।প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ২২ হাজার টাকা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

“সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই” রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান আহসান হাবিব বক্তব্য রাখেন।

Update Time : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
“সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই” রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান আহসান হাবিব বক্তব্য রাখেন।
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবিব বলেছেন,সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই। আজকের রোভার স্কাউটসরাই স্মার্ট বাংলাদেশের কারিগর।উল্লেখ করে তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের সহ শিক্ষা গ্রহণ করতে হবে।বোর্ড চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য স্মার্ট নাগরিক প্রয়োজন।এ ক্ষেত্রে ছেলে-মেয়েরা সমান শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে এবং পরবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ কারিগরের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চিপ শিকদার রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল,রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,রিপন কুমার মন্ডল,কওছার আলী জোয়াদ্দার,আব্দুল মান্নান গাজী,শাহজাদা আবু ইলিয়াস,চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন,পরিচালক আবুল খায়ের,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান,এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক সজিব শেখ।প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,প্রভাষক মোমিন উদ্দীন,আব্দুর রাজ্জাক বুলি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
*বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযানঃ ০৪ জনকে সাজা প্রদানসহ ১১ জনকে ১,৬৯,০০০/-টাকা অর্থদন্ড প্রদান।*
খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সাতক্ষীরার সমন্বয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন দলুয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১। নারায়ন চন্দ্র মন্ডল (৬৫), ২। নিত্য নন্দন সরকার (৫০)দ্বয়কে ২০,০০০/- টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,  ৩। বিশ্বনাথ মন্ডল (৪১), ৪। রবিন মন্ডল (৩১)কে ৫০,০০০/- টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। রমেশ সরকার (৩৫)কে  ৫,০০০/- টাকা জরিমানা, ৬। উদয় মন্ডল (১৮)কে ১,০০০/- টাকা জরিমানা, ৭। শ্রীকান্ত মন্ডল (২৫)কে ১,০০০/- টাকা জরিমানা, ৮। রাজু মন্ডল (২৬)কে ১,০০০/- টাকা জরিমানা, ৯।  শ্রী গনেশ (৩৫)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১০। সমিরন (৩৫)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১১। শুভ (২৪)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১২। শাহাদেব (৩০)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১৩। আল মামুন (২২)কে ৩,০০০/- টাকা জরিমানা, ১৪। শংকর (৩৫)কে ৩,০০০/- টাকা জরিমানা এবং ১৫। জয়ন্ত সরকার (৩৩)কে ৩,০০০/- টাকা জরিমানা করে। সর্বমোট ১,৬৯,০০০/- (এক লক্ষ ঊনসত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ৬৭ কেজি চিংড়ি মাছ ও জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক সেচ্ছায় পরিশোধ করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।
রামপালে ওয়ার্ল্ডভিশনের দূর্যোগ সাইক্লোন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ডভিশন দূর্যোগ পূর্ব প্রস্তুতি প্রকল্প(সাইক্লোন)বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রামপাল কলেজ মাঠে রামপাল ফায়ার সার্ভিস এর ফায়ার স্টেশনের কর্মীরা এ মহড়াতে সাধারন মানুষকে সচেতনমূলক দিক নির্দেশনা প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহি অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনেরা মিলি, পিআইও মতিউর রহমান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রজেক্ট অফিসার মিলিতা সরকার,ফিলিপ আরিন্দা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন। 
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট –
“আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড” স্লোগানকে সামনে রেখে নলিয়ান সংলগ্ন এলাকার অসহায় গরীব মানুষকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ান, সুতারখালী, কামারখালী, কালাবগী এবং তৎসংলগ্ন এলাকায় সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৩৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।
তিনি আরও বলেন, এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম হাসানুজ্জামান, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও এ ক্যাম্পেইন কন্টিনজেন্ট কমান্ডার নলিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত খুলনা জেলার দাকোপ থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম হাসানুজ্জামান, এএমসি কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
খুলনার পাইকগাছায় বীর নিবাস প্রকল্পের বাড়ী পেলেন ১২মুক্তিযোদ্ধা পরিবার। 
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছার বীর নিবাস প্রকল্পের প্রথম পর্যায়ে বাড়ি পেলেন ১২মুক্তিযোদ্ধা পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রচারের আয়োজন করেন উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী ১২ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রথম পর্যায়ে নির্মিত উন্নতমানের বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,সমবায় কর্মকর্তা জাকারিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অত্র প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও সমাজসেবা দপ্তর।প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ২২ হাজার টাকা।