মাধবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ।
নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি –
হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ প্রতীক্ষিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসাবে মিনি স্টেডিয়ামের নির্মান কাজের উদ্বেধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন,জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী,প্রমুখ।পৌর মেয়র হাবিবুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ, অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,সাংবাদিক সহ সর্বস্তরের লোকজন এ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
এর আগে স্বাগত বক্তব্য প্রদান করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
বার্তা প্রেরক
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
০১৭৫২-১৮২৪৬৭
০১৭৫০-০০৪৬৭৫