ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ১১৬.৫৪ গ্রাম স্বর্ণসহ আজিম খান নামে পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে ওই যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তি আজিম খান মুন্সিগঞ্জ জেলার শেকরনগর গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন রহনপুর ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতে পারে-এমন খবর পেয়ে সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্যরা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগে তল্লাশি চালান। একপর্যায়ে আজিম খানের ব্যাগে ২৪ ক্যারেটের ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ পাওয়ায় তাকে আটক করে বিজিবি।
এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সোনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ টাকা।