রিয়াদ ভূঁইয়া, লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে
লাকসাম পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম। শুত্রুবার রাতে পৌরশহরে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলে, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল, দৌলতগঞ্জ বণিক সমিতির আহবায়ক আলহাজ্ব মজির আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড.নরুল উল্লাহ রায়হান,উপজেলা বিএনপির সদন্য সচিব নূর হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলন ও যুবদল,ছাত্রদলসহ,স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।