বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বুধবার সকালে বটিয়াঘাটা বিএনপি’র দলীয় কার্যালয়
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছেন বটিয়াঘাটার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মইনুদ্দিন বিশ্বাস ও নেছার শেখের নেতৃত্বে আমার রেকর্ডীয় সম্পত্তি দখলের চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। থানায় তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এলাকার জমি দখলসহ বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে রয়েছে জড়িত। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পায়না। সন্ত্রাসী মইনুদ্দিন বিশ্বাস ও নেছার শেখ সহ তাদের ক্যাডার বাহিনীর সীমাহীন অত্যাচার ও হয়রানির শিকার হয়েছেন এলাকার মনিরুল শেখ, মোজাম সরদার, মোস্তফা বিশ্বাস, মুস্তাকিন সরদার সহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম বিশ্বাস আরো বলেন, উক্ত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী আমার সহ আমাদের বিএনপি কর্মীদের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেন। বুধবার খুলনা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় আমাদের বিরুদ্ধে বটিয়াঘাটায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সহ প্রচার সম্পাদক শিশির মন্ডল। এসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিন্ময় রায়, জাকারিয়া মোড়ল, সাইফুল শেখ, আশিস সরদার, মাসুদ শেখ, মোস্তফা বিশ্বাস, মনিরুল বিশ্বাস, মোস্তাকিম সরদার, মনিরুল শেখ, ফারুক শেখ, টারজান শেখ, মামুন খান, সুমন সরকার, বোরুন সহ আরো অনেকে।