আজিজুল ইসলাম, খুলনা।
বাগেরহাট হতে পাচারকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ মূল্যবান সরঞ্জামাদি উদ্ধারপূর্বক সংঘবদ্ধ চোর চক্রের মুলহোতাসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানীর বিপুল পরিমান মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬,(সদর কোম্পানি) খুলনা, এর একটি আভিযানিক দল উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামাদি উদ্ধার এবং উক্ত কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে নিয়মিত যানবাহন তল্লাশীসহ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক রাত ২৩.১০ ঘটিকায় র্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কেএমপি, খুলনার সদর থানাধীন, ২৪ নং ওয়ার্ডস্থ সাত রাস্তার মোড়, কেডিএ এভিনিউ পূবালী ব্যাংকের পশ্চিম পার্শ্বে শান্ত রেন্ট এ কারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহাগ হাসান(৩৩), পিতা- ইশারাফ শেখ, ২। মোঃ মামুনুর রশিদ(৩৮), পিতা- মৃত বদর উদ্দিন শেখ, উভয় সাং- বাগমারা, থানা- রূপসা, জেলা- খুলনা এবং ৩। মোঃ হাসান শেখ(৩২), পিতা- মোঃ আনিচ শেখ, সাং- ফেরীঘাট, ২০ নং ওয়ার্ড, থানা- সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাদেরকে গ্রেফতার করেন। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের নিকট হতে চুরিকৃত মালামাল লোহার সরাঞ্জামাদি-২০৫০ কেজি, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য – ১,০২,৫০০/- (এক লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোর চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি চুরি মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।