আজিজুল ইসলাম, খুলনা।
রূপসায় বসত ঘরের পাশে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করার অপরাধে আটক হলো বাড়ীর কর্তা।এ ব্যাপারে খুলনা মাদক দ্রব্য অধিদপ্তরের এস আই মো. আকবর আলী জানান- গোপন সংবাদে জানতে পায় রূপসার টিএসসি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে এক বাড়িতে অবৈধভাবে গাঁজা গাছের চাষবাদ করছে। এ সংবাদে গত ২৭ অক্টোবর বিকেলে উক্ত এলাকায় আমার নেতৃত্বে সঙ্গিয় ফোর্স সহ অভিযান পরিচালনার মাধ্যমে মো. কাওসার আলী ফকিরের বাড়ী থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার হয়। যা প্রায় ২ বছর বয়স, ১৫ ফুট লম্বা গাছটিতে ফুল আশা শুরু করেছে। সে আ: জলিল ফকিরের ছেলে মো. কাওসার আলী ফকির (৪৭)। তার বসত ঘরের পাশে লুকিয়ে গাঁজা গাছ চাষের স্থানটি দেখিয়ে দেয়। গাঁজা গাছ জব্দপূর্বেক চাষ করার অপরাধে আটক করা হয়। পরে ধৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। একটি সূত্র জানায়- ধৃত কাওসার আলী ফকিরের পুত্র মো. জুবায়ের ফকির ওরেফে সাব্বির (১৭)। পরিবারের অজান্তে উক্ত গাঁজা গাছ রোপণ করে পরিবারকে আজ বিপদগ্রস্ত করেছে।