Dhaka ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ, নবজাতক আইসিইউতে।

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৫২ Time View

শফিকুল ইসলাম সোহাগ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে একটি ক্লিনিকের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগর গ্রামের অমল সরকারের স্ত্রী শিউলী সরকার গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে উপজেলার পাকেরহাট সরকারী কলেজের উত্তরে সবুজবাগ এলাকায় মমতাজ (প্রাইভেট) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন।

চিকিৎসক প্রসূতিকে দেওয়া ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনজেকশন লিখে দেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১ টা ৪০ মিনিটে ওই হাসপাতালের নার্স সুমনা একটি ইনজেকশন মায়ের বদলে নবজাতকের শরীরে পুশ করেন। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫ টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পার্শ্ববর্তী নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শিশুটিকে আইসিইউতে রাখে। এরপর শিশুটির অবস্থার আরো অবনতি হলে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটির অবস্থা গুরুতর।

নবজাতকের বাবা অমল সরকার জানান, আমি তাঁদেরকে বললাম আমার বাচ্চা সুস্থ আছে। আমি কেন ইনজেকশন দিব? তারা বলে, এই ইনজেকশন না দিলে বাচ্চা চাকুলা, রক্তশূন্যসহ অনেক ধরনের সমস্যায় পড়বে। এছাড়াও অনেক কথা বলছে, তা বলার বাইরে। বাবা হয়ে এসব শুনতে অনেক খারাপ লেগেছে। পরবর্তীতে আমাদের অভিভাবকদের ভুলভাল বুঝিয়ে বাধ্য হয়ে ওই ইনজেকশন নীলফামারী থেকে ৩৫০০ টাকা দিয়ে নিয়ে আসি। এরপর আমার স্ত্রীর বদলে আমার সন্তানকে ইনজেকশন দেয়।

মমতাজ (প্রাইভেট) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারের স্বত্বাধিকারী মোছাব্বের হোসেন সবুজ বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন।

তিনি বলেন, ওই নবজাতকের দেখভাল করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা নবজাতকের সুস্থতা কামনা করি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অনিবন্ধিত ও অব্যবস্থাপনায় ক্লিনিক পরিচালনা করার অপরাধে এর আগেও জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ, নবজাতক আইসিইউতে।

Update Time : ০৪:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

শফিকুল ইসলাম সোহাগ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে একটি ক্লিনিকের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগর গ্রামের অমল সরকারের স্ত্রী শিউলী সরকার গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে উপজেলার পাকেরহাট সরকারী কলেজের উত্তরে সবুজবাগ এলাকায় মমতাজ (প্রাইভেট) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন।

চিকিৎসক প্রসূতিকে দেওয়া ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনজেকশন লিখে দেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১ টা ৪০ মিনিটে ওই হাসপাতালের নার্স সুমনা একটি ইনজেকশন মায়ের বদলে নবজাতকের শরীরে পুশ করেন। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫ টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পার্শ্ববর্তী নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শিশুটিকে আইসিইউতে রাখে। এরপর শিশুটির অবস্থার আরো অবনতি হলে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটির অবস্থা গুরুতর।

নবজাতকের বাবা অমল সরকার জানান, আমি তাঁদেরকে বললাম আমার বাচ্চা সুস্থ আছে। আমি কেন ইনজেকশন দিব? তারা বলে, এই ইনজেকশন না দিলে বাচ্চা চাকুলা, রক্তশূন্যসহ অনেক ধরনের সমস্যায় পড়বে। এছাড়াও অনেক কথা বলছে, তা বলার বাইরে। বাবা হয়ে এসব শুনতে অনেক খারাপ লেগেছে। পরবর্তীতে আমাদের অভিভাবকদের ভুলভাল বুঝিয়ে বাধ্য হয়ে ওই ইনজেকশন নীলফামারী থেকে ৩৫০০ টাকা দিয়ে নিয়ে আসি। এরপর আমার স্ত্রীর বদলে আমার সন্তানকে ইনজেকশন দেয়।

মমতাজ (প্রাইভেট) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারের স্বত্বাধিকারী মোছাব্বের হোসেন সবুজ বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন।

তিনি বলেন, ওই নবজাতকের দেখভাল করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা নবজাতকের সুস্থতা কামনা করি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অনিবন্ধিত ও অব্যবস্থাপনায় ক্লিনিক পরিচালনা করার অপরাধে এর আগেও জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।