নেজাম উদ্দিন- চট্টগ্রাম (রাঙ্গুনিয়া)
রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ আলম ডিগ্রী কলেজের নবাগত এডহক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ই নভেম্বর সোমবার ২০২৪ ইংরেজি উক্ত কলেজের অডিটোরিয়ামে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব নুরুল বশর রাসেলের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব আলা উদ্দীন, কলেজের হলরুমে আগামীদিনে শিক্ষার অবকাঠামো যুগউপযোগী করার বিষয়ে মতামত ব্যক্ত করেন কলেজের শিক্ষক- শিক্ষার্থী এডহক কমিটি সদস্যবৃন্দগন, এই সময় উপস্থিত ছিলেন-
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পরিচালনা পর্ষদের নব মনোনীত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ও ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জনাব কাজী মুহাম্মদ এরফানুল হক, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামির আমির জননেতা মাওলানা হাসান মুরাদ,
বিদ্যোৎসাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ নাজিম উদ্দীন,
কলেজের দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এম. মোজাফফর আহমদ চৌধুরী,আরো বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, শিলক ইউনিয়ন জামায়াতের আমির শহীদুল্লাহ, শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার, শিকল হামিদ শরীফ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ নূর, চসিক কর্মকর্তা দবীর চৌধুরী, কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক বাবলু কর, কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আকতার হোসাইন।
মতবিনিময় সভায় বত্তরা বলেন- শিক্ষাই জাতির আলোকিত হাতিয়ার, একজন শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান রাখতে হবে, দেশকে দুনীর্তি মুক্ত রাখতে নৈতিক শিক্ষা অর্জনের বিকল্প নেই, আগামীদিনে
কলেজের শিক্ষার মান-উন্নয়ন,
উচ্চশিক্ষা সৃজনশীলতা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।