আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মেয়াদ শেষে বীমার টাকা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমায় ছয় বছর, দশ বছর ধরে তিল তিল করে টাকা জমিয়ে মেয়াদ শেষে সেই টাকা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এতে করে গ্রামের মানুষ দিন দিন বীমা ইন্সুরেন্স কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভুক্তভোগী প্রবাসী সাইফুল ইসলাম গণমাধ্যম কে জানান আমি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স বীমা কোম্পানিতে দশ বছর মেয়াদি একটি বীমা করেছিলাম,মেয়াদ শেষ হয়েছে চার বছর তবুও আমাকে টাকা দিচ্ছে না। প্রবাসী সাইফুল ইসলাম আরো জানান ,যশোর আর এন রোডে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স বীমা অফিসে আমার বাবাকে পাঠিয়েছিলাম ওখানকার ম্যানেজার আমাকে বাবাকে বলেছে কাজ চলছে সময়মতো টাকা পেয়ে যাবেন।
কথা হয় আরেক ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন এর সাথে, তিনি জানান বীমা কোম্পানির সমস্যার কারণে আমি পাঁচ বছর চালানোর পরে যশোর অফিসে গিয়ে বীমা ভাঙ্গার আবেদন করি। আমার টাকা জমা হয়েছিল ২৯ হাজার কিন্তু ভাঙ্গার কারণে আমাকে দশ হাজার টাকা কম দেয়া হবে। কিন্তু এই টাকা কবে দিবে আল্লাহ ছাড়া কেউ জানেনা। এইভাবে শত শত অভিযোগ ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স বীমা কোম্পানির বিরুদ্ধে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে জানতে চাইলে যশোর অফিসের ম্যানেজার আব্দুল মান্নান বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল এইজন্য সমস্যা হয়েছে।দেশ এখন স্বাধীন এখন সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আমরা পর্যায়ক্রমে সবার টাকা দিয়ে দিব।