মোঃ আল বাধন (লৌহজং উপজেলা প্রতিনিধি)
মুন্সীগঞ্জ জেলার পর্যটন শিল্পের প্রসারে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে টুরিস্ট পুলিশের সাথে রেস্তোরাঁ ব্যবসায়ী ও রিসোর্ট মালিকদেরল মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় শখের হাঁড়ি রেস্তোরাঁর মিলনায়তনে এ সভার আয়োজন করে টুরিস্ট পুলিশ মুন্সীগঞ্জ পদ্মা সেতু জোন ও শিমুলিয়া ঘাট রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির সভাপতি মো. মুরাদ খানের সভাপতিত্বে ও টুরিস্ট পুলিশের পরিদর্শক মামুন-উর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত, ঢাকা জোনের টুরিস্ট পুলিশের সুপার মো. নাইমুল হক পিপিএম, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান,
রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ শিকদার। সভায় আরও বক্তব্য দেন ঢালী আম্বার্স রিসোর্টের ডিএম মো. ফখরুল হোসেন, শখের হাঁড়ির পরিচালক আনোয়ার হোসেন,
শিমুলিয়ার স্পিডবোট ঘাটের ইজারাদার আবদুল মান্নান খান।