মোঃ আল বাধন (লৌহজং উপজেলা প্রতিনিধি) :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে আগামী ১৫ নভেম্বর শুক্রবার একই দিনে
বিএনপি ও ছাত্রদলের সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বর্ধিত সভার আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপির সভাটি ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের মাঠে ও ছাত্রদলের সভাটি নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। জানা যায় বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি সভায় ছাত্রদলের কোন নেতাকর্মীকে দাওয়াত না দেওয়ায় পাল্টা ছাত্রদলের এই সভার আয়োজন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল নেতা বলেন বৌলতলীতে কোন প্রোগ্রাম হলে ছাত্রদলের কর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল তালুকদার বলেন আমরা ছাত্রদলের সভাটি পূর্ব নির্ধারিত কিন্তু গতকালকে ফেসবুকে মিটিং এর ঘোষণা দিলে সবাই জানতে পারে। বিএনপি ছাত্রদলের প্রতিদ্বন্দ্বী নয় বরং বিএনপির আদর্শে জিয়ার সৈনিক হিসেবে কাজ করে। তিনি আরো বলেন আমাদের কর্মসূচি ও সভাটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
বৌলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ফিরোজ আলম মিয়া জানান ১০ দিন আগে বর্ধিত সভার সিদ্ধান্ত নেয়া হয় সেই উপলক্ষে গত শনিবার ইউনিয়ন বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি মিটিংয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কে দাওয়াত করা হয়েছিলো কিন্তু ছাত্রদলের সভাপতি কে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। গতকাল ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম ছাত্রদলের সভাপতি ঐ একই দিনে একটি সভার আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। এটা শুভনীয় নয়।