আজিজুল ইসলাম, খুলনা ।
রূপসায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্ব (কোয়ার্টার ফাইনাল) এর ১ম খেলা গত ১২ নভেম্বর (মঙ্গলবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী বটিয়াঘাটা তরুন সংঘ এবং শক্তিশালী আইচগাতী জেকেএস ক্রীড়া সংস্থা। খেলায় প্রথম থেকে দুই দলের খেলোয়াড়দের আক্রমন পাল্টা আক্রমণে মুগ্ধ হতে থাকেন খেলা দেখতে আসা দর্শকবৃন্দ। খেলার প্রথমার্ধে বটিয়াঘাটা তরুন সংঘের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব এক দুর্দান্ত গোল করেন বসেন। এরপর আইচগাতী জেকেএস ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা একের পর এক আক্রমণ করলেও গোল শোধ করতে পারেন না। শেষ অবধি বটিয়াঘাটা তরুন সংঘ ১-০ গোলে জয় নিয়ে ১ম দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
খেলায় অসাধারণ নৈপুণ্য নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জেকেএস ক্রীড়া সংস্থার ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজল। ম্যাচ রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম,আলী আকবর, মুক্তার হোসেন মিঠু। খেলায় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।এরপর বিজয়ী দলের মাঝে অতিথি হিসাবে পুরষ্কার তুলে দেন সাবেক ফুটবলার জুয়েল পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ,ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান,বিএনপি নেতা আঃ মালেক শেখ, সমাজসেবক আলম শেখ,বিএনপি নেতা শামীম হাসান, প্রভাষক বাশির আহম্মেদ লালু,ফিফা রেফারি মনির ঢালী,জুনায়েদ ঢালী,ক্রীড়া সংগঠক মোঃ আলী আজগর,আয়ূব খান,জামাল শেখ,সজীব খান,বিল্লাল শেখ, হাফিজুর রহমান,আবু মুসা,মোঃ তরিকুল ইসলাম,খালিদ ফেরদৌস,মিরান শেখ,তাহসিন প্রমূখ।
আগামীকাল বুধবার ২য় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব এবং খুলনা সিটি ফুটবল ক্লাব।