মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক নেএকোনা জেলা প্রতিনিধি নেত্রকোণা।
অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা- নেত্রকোণা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর সহযোগিতায় নেত্রকোণার দুর্গাপুর সদর ইউনিয়নে আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনে মঙ্গলবার বেলা ১১ টায় শুরু হয় “তৃণমূল পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক সভা”।
উক্ত সচেতনতামূলক সভায় আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল বারেক এর সভাপতিত্বে ও নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনুর বেগম এর সঞ্চালনায় আলোচনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারি জজ) নওরিন মাহবুবা,
উপস্থিত ছিলেন ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, ডিএসকে রিসোর্স সেন্টার এর ব্যবস্থাপক মোরশেদ আলম, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি অবনী কান্ত হাজং, আদিবাসী নেত্রী চিনু রেমা, প্রিজিনা রাংসা, চিনারি হাজং, আদিবাসী নেতা বাবুল হাজং, ডিএসকে কর্মকর্তা দিলীপ কুমার ঘোষ, সায়েদুল ইসলাম,স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার হোসেন জীবন, রুহুল আমিন, আগাড় অনির্বাণ শিক্ষানিকেন এর সহকারী শিক্ষকবৃন্দ সহ আদিবাসী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারি জজ) নওরিন মাহবুবা বলেন,তিনি সরকারি আইনি সেবাসমুহ, জেলা লিগ্যাল এইড অফিসের প্রদত্ত সেবাসমুহ, জেলা লিগ্যাল এইড কমিটির কার্যাবলী, ফৌজদারি মালা, দেওয়ানি মামলা সহ আইনি বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন এবং জরুরি আইনি সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ নাম্বারে কল করার পরামর্শ দেন।