রউফুল আলম, ব্যুরো চীফ,
রংপুর:
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (১ ডিসেম্বর) রবিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
শনিবার রাতে রংপুর নগরীর লালবাগ রেলগেটের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে দায়ের করা বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার ওবায়দুর রহমান ময়না রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।