রাশেদ, বিশেষ প্রতিনিধি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থনৈতিক শুমারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোক জনকে স্থান দেয়ার অভিযোগে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারিয়াকান্দি উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ শেষে সারিয়াকান্দি উপজেলা পরিষদের গেটের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার সহ- সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এসময় সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গোলাপি বেগম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সারিয়াকান্দি সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান পাভেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপকর্ম তুলে ধরে বলেন, আমাদের উপজেলার ইউএনও টাকার বিনিময়ে যমুনা ও বাঙ্গালী নদীতে অবৈধ ভাবে বালু তোলার অনুমতি দিয়ে থাকেন। চর থেকে শুরু করে বিভিন্ন গ্রামে মাদকের রমরমা ব্যবসা তার অনুমতিতেই হয়ে থাকে। অর্থনৈতিক শুমারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সমর্থকদের নিয়ে তালিকা করে প্রশিক্ষণে নাম দেয়া হয়েছে।টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির অবৈধ কাজ করে দেন। বক্তারা আরও বলেন,আওয়ামী লীগ পন্থী ব্যক্তিরা ছাড়া সধারণ মানুষ ইএনও’র কাছে কোন প্রকার সেবা পান না। এই ইউএনও সারিয়াকান্দিকে আওয়ামী লীগের ঘাটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। তাই অনতিবিলম্বে আমরা ইএনও শাহরিয়ার রহমানের পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।
এব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, আমাকে তারা অপসরণ করবে সমস্যা কি। ঠিক আছে, তারা অভিযোগ দিবে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নিয়ম অনুযায়ী আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবে।
শিরোনাম :
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বগুড়ার সারিয়াকান্দিতে ইউএনও শাহরিয়ার রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- Reporter Name
- Update Time : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- ৪৪ Time View
Tag :
আলোচিত