বিশেষ প্রতিনিধি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের বিভিন্ন অপকর্ম নিয়ে সংবাদ সম্মেলন করেছে সারিয়াকান্দি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল মাজেদ, সহ সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, বায়তুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, শ্রমিক নেতা আশিকুল ইসলাম বেলাল, আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সভাপতি আব্দুস সোবহান, যুব সেক্রেটারি সোহাগ মিয়া প্রমুখ। লিখিত বক্তব্যে ইউএনও এর বিরুদ্ধে ১৩ টি অনিয়মের অভিযোগ পেশ করা হয়েছে।
এদিকে শাহরিয়ার রহমানকে অপসারণের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আল্টিমেটাম দেন। একই দাবিতে একই সময়ে বিক্ষোভ করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক কমিটির সদস্য বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফান রহমান, শরিফুল ইসলাম মুশফিক, শাকিব হাসান শান্ত, নাগরিক কমিটির সদস্য আকাশ মাহমুদ, সমাজ কর্মী শিবলী সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতা আনোয়ার হোসেন বিপ্লব, ছাত্র অধিকার পরিষদের সদস্য মাহমুদ হাসান শাওন, ছাত্র সংগঠক আব্দুস সোবহান প্রমুখ।
শিরোনাম :
সারিয়াকান্দিতে ইউএনও’র অপসারণের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম!
- Reporter Name
- Update Time : ১২:৩৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- ২৫ Time View
Tag :
আলোচিত