রেজাউল আজিম, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার মজলিসে শুরার সদস্য ও শেখেরখীল ইউপি জামায়াতের আমীর মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী (৫৫) এর জানাযা গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় নিজ এলাকায় সম্পন্ন হয়।
মরহুমের জানাযায় ইমামতি করেন শ্রদ্ধাবাজন আলেম পীরে কামেল শাহ সূফি আল্লামা ইছহাক হুজুর।
নামাযে জানাযায় শোকাহত জনতার উদ্দ্যশ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল, জামায়াতের চট্টগ্রাম অঞ্চল পরিচালক অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, প্রয়াত সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র জহিরুল ইসলাম আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসমাইল, সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, পৌরসভা আমীর আবু তাহের, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, সাধনপুর ইউপির চেয়ারম্যান সালাহ্ উদ্দিন কামাল, পুকুরিয়া ইউপির চেয়ারম্যান আসহাব উদ্দিন, অ্যাডভোকেট নুরুল আবছার, বাঁশখালী উপজেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল ইসলাম, অ্যাডভোকেট জাকের উল্লাহ্, মাও মুনিরুল আলম, পুঁইছড়ি ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও মোশাররফ হোসাইন, শেখেরখীল ইউপির সাবেক চেয়ারম্যান মাও হামেদ হাসান, ছাত্রনেতা আইয়ুবুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় হাজার হাজার হাজার শোকাহত জনতা জানাযায় উপস্থিত হন।
উল্লেখ্য গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার ভোর সাড়ে তিনটার সময় নগরীর এভারকেয়ার হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। তিনি শেখেরখীল ইউনিয়নের উত্তর শেখেরখীল মৌলভী পাড়া ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার মরহুম জিয়াউর রহমানের পুত্র। মৃত্যুর আগপর্যন্ত তিনি পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষকের দায়িত্বে ছিলেন। তিনি ছাত্রনেতা থেকে জননেতায় আসীন হয়েছেন। তিনি একাধারে একজন জননেতা, ইসলামীক বক্তা, শিক্ষক ও রাজনীতিবিদ ছিলেন।
তিনি মৃত্যুকালে দুই ছেলে, এক কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।