ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আই,ডি,এফ) একটি শোষণ ও দারিদ্রমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে।
মোঃ সুমন রাজস্থলী –
স্বাস্থ্য কর্মসুচীর অংশ হিসেবে অদ্য “আই,ডি,এফ” রাজবিলা শাখায় সদস্য ও সদস্য-র বাহিরে সাধারন রুগীদের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা,ব্লাড গ্রুপিং ও সংস্থার বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে টেলি-মেডিসিন সেবা প্রদান করা হয়।
ব্লাড গ্রুপ নির্নয়ঃ- ৪৫ জন।
জেনারেল রুগিঃ–১৮ জন
টেলি-সেবা প্রদান করেন>
ডাঃ সাদিকুন নাহার ঝুমুর
এমবিবিএস,সিসিডি(বারডেম),পিজিটি (গাইনি & অব্স)
প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপ নির্নয়ে >
সুমন কান্তি দে (DMF)
রুপন দাশ (DMF)
আয়োজনেঃ- আইডিএফ রাজবিলা শাখা।
উপস্থিত ছিলেন আইডিএফ বান্দরবান শাখার এরিয়া ম্যানেজার জনাব মোঃ তসলিম উদ্দিন রেজভী ও রাজবিলা শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ইউনুস মিয়া। সহযোগিতায় ছিলেন রাজবিলা শাখার সিনিয়র ফিল্ড অর্গানাইজার রাসেল চৌধুরী।