“বগুড়ার শেরপুরে সোপান’র উদ্যোগে বিনামুল্যে গাভী বিতরণ”
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংগঠন ‘সোপান’ এর উদ্যোগে উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি গ্রামের প্রান্তিক জনগোষ্টির সামর্থ উন্নয়নে ৭টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে সোপান নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস এর সভাপতিত্বে বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণৗসম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ। বিশেষ অতীথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ রেহানা খাতুন, সমাজকর্মী আব্দুর রহিম, হরিসংকর সাহা প্রমুখ।