Dhaka ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু”

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ৩৩১ Time View
“মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু”
মোঃ শামীম হোসেন – খুলনা
 জলাতঙ্ক নির্মূলে মোংলায় কুকুর-কুকুরীকে ইনএক্টিভেটেড র্যাবিস ভাইরাস ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রবিবার সকাল থেকে পৌর শহর ও উপজেলার ৬টি ইউনিয়নে ঘুরে ঘুরে কুকুর ধরে এ ভ্যাসকিন পুশ করছেন অভিজ্ঞরা। পৌরসভায় তিনটি ও ৬টি ইউনিয়নে ১৮টিম কুকুরকে ভ্যাকসিন দেয়ার কাজ করছেন। প্রথমে অভিজ্ঞ ডগ ক্যাচাররা কুকুর ধরছেন তারপর ভ্যাকসিনেটাররা ভ্যাকসিন পুশ করছেন। একই সাথে ভ্যাকসিন পুশকৃত কুকুরের শরীরে লাল রং দিয়ে চিহ্নও দিয়ে দিচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুব্রত মন্ডল জানান, ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৫দিন ধরে চলবে কুকুরের এ ভ্যাকসিন প্রদাণ কার্যক্রম। এজন্য পাবনা থেকে আনা হয়েছে ৪৬ জন অভিজ্ঞত ডগ ক্যাচার, যারা কুকুর ধরে দেয়ার কাজ করছেন। তারপর স্থানীয় ২৩ জন ভ্যাকসিনেটর কুকুরের শরীরে এ ভ্যাকসিন পুশ করছেন। কুকুরের শরীরে পুশকৃত এ ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে পরবর্তী ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত। তিনি আরো বলেন, কুকুরকে ভ্যাকসিন দেয়ার এ কার্যক্রম সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে। তারপর করোনার কারণে তা বন্ধ ছিল। তাই এখন আবার শুরু করা হয়েছে। আগামী এক বছর পর আবারো এ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, তিন হাজার কুকুরকে এ ভ্যাকসিন প্রদাণের টার্গেট নিয়ে কাজ শুরু করা হয়েছে। তারপরও আমাদের কাছে ৩১০০ ভ্যাকসিন মজুদ রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

“মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু”

Update Time : ০৮:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
“মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু”
মোঃ শামীম হোসেন – খুলনা
 জলাতঙ্ক নির্মূলে মোংলায় কুকুর-কুকুরীকে ইনএক্টিভেটেড র্যাবিস ভাইরাস ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রবিবার সকাল থেকে পৌর শহর ও উপজেলার ৬টি ইউনিয়নে ঘুরে ঘুরে কুকুর ধরে এ ভ্যাসকিন পুশ করছেন অভিজ্ঞরা। পৌরসভায় তিনটি ও ৬টি ইউনিয়নে ১৮টিম কুকুরকে ভ্যাকসিন দেয়ার কাজ করছেন। প্রথমে অভিজ্ঞ ডগ ক্যাচাররা কুকুর ধরছেন তারপর ভ্যাকসিনেটাররা ভ্যাকসিন পুশ করছেন। একই সাথে ভ্যাকসিন পুশকৃত কুকুরের শরীরে লাল রং দিয়ে চিহ্নও দিয়ে দিচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুব্রত মন্ডল জানান, ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৫দিন ধরে চলবে কুকুরের এ ভ্যাকসিন প্রদাণ কার্যক্রম। এজন্য পাবনা থেকে আনা হয়েছে ৪৬ জন অভিজ্ঞত ডগ ক্যাচার, যারা কুকুর ধরে দেয়ার কাজ করছেন। তারপর স্থানীয় ২৩ জন ভ্যাকসিনেটর কুকুরের শরীরে এ ভ্যাকসিন পুশ করছেন। কুকুরের শরীরে পুশকৃত এ ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে পরবর্তী ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত। তিনি আরো বলেন, কুকুরকে ভ্যাকসিন দেয়ার এ কার্যক্রম সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে। তারপর করোনার কারণে তা বন্ধ ছিল। তাই এখন আবার শুরু করা হয়েছে। আগামী এক বছর পর আবারো এ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, তিন হাজার কুকুরকে এ ভ্যাকসিন প্রদাণের টার্গেট নিয়ে কাজ শুরু করা হয়েছে। তারপরও আমাদের কাছে ৩১০০ ভ্যাকসিন মজুদ রয়েছে।