Dhaka ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হারিয়ে যাচ্ছে হলদে পাখি ‘বউ কথা কও’

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ৮৯৭ Time View

হারিয়ে যাচ্ছে হলদে পাখি ‘বউ কথা কও

চিলাহাটি (নীলফামারী)   :

 ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী। সেধে সেধে, কেঁদে কেঁদে যাবে কত যামিনী।’ 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বউ কথা কও কবিতার গ্রামবাংলার সেই অতিচেনা প্রিয় হলদে পাখিটি হারিয়ে যেতে বসেছে। শৈশবে গ্রামের আনাচে-কানাচে চিরচেনা এই পাখির ডাক শুনে মুখ ভেংচিয়ে খেপায়নি, এমন কে আছে। আর এখন গ্রামের গাছের ডালে ডালে তন্ন তন্ন করে খুঁজেও হলদে রঙের সুকণ্ঠী পাখিটার দেখা মেলা কঠিন। সুরেলা কণ্ঠের পাখিটি নিজের গুণেই মানুষের নজর কাড়ত। সব ঋতুতে গ্রামবাংলার প্রাকৃতিক পরিবেশ মাতিয়ে রাখতো এই পাখিটি। বাড়ির আঙ্গিনার পেয়ারা গাছে বসে ডাকতো, আর শিশুরা মুখ ভাঙ্গিয়ে খেপাতো। কিন্তু এখন পরিবেশের ভারসাম্যহীনতার কারণে গ্রামবাংলার প্রাকৃতিক বৃক্ষ নিধন আর জমিতে কীটনাশক ব্যবহারের ফলে হলদে পাখিটি বিলুপ্ত হতে বসেছে। হলদে পাখিটি আকৃতিতে অনেকটা শালিক পাখির মতো। দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার। পাখিটির বৈজ্ঞানিক নাম ওরিওলিদি এবং ইংরেজি নাম অরিওল। গায়ের পালক উজ্জ্বল হলুদ। লেজ ও পাখার অগ্রভাগের পালক কালো। গলা ও মাথার রং চিকচিকে কালো হলেও ঠোঁট ও চোখ লাল টকটকে। আর পা দুটো হালকা কালো।এরা সাধারণত ঝোঁপ- ঝাড়ে, শুকনো ডালপালা, খড়কুটো বা আগাছা দিয়ে গাছের ডালে বাসা বানায়। বসন্ত ও গ্রীষ্মের মাঝামাঝি এদের প্রজনন মৌসুম। সাদা রঙের বাদামি ফোঁটাযুক্ত ৩/৪টি ডিম পাড়ে। পুরুষ ও মেয়ে পাখি দুজন মিলে ডিমে তা দিয়ে ১৫ থেকে ১৭ দিনে বাচ্চা ফোটায়। লম্বা ঠোঁটওয়ালা হলদে পাখিটি পোকা-মাকড় ও ফল সবই খায়। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া তথা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়। পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, কৃষক বন্ধু পাখিটি বিলুপ্তির শেষ ধাপে রয়েছে। ফসলের ক্ষতিকারক পোকা- মাকড়ই এদের প্রধান খাদ্য। সে কারণে এ পাখিটি বিলুপ্ত হওয়ায় কৃষকের ক্ষতি হয়েছে। গ্রামবাংলায় আর সচরাচর চোখে পড়ে না এই পাখিটি।

“উলিপুরে অটোরিকশা সহ চোর গ্রেফতার”
আবুল কালাম আজাদ। উলিপুর প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে দিনমজুরের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য মোঃ সৌরভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র।
জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশা গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজখবর করে অটোরিকশাটি না পেয়ে সোমবার(২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চোরাইকৃত অটোরিক্সা টি গুনাইগাছ মোড়স্থ ভাংরীর দোকানে বিক্রি করার সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধারসহ কুখ্যাত চোর সৌরভ মিয়াকে গ্রেফতার করেন।
মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, চোরকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুখ্যাত চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

“শহীদদের নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবী”

শাহজাহান আলী সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি: মহান
মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ফেসবুকে জঘন্য কুটুক্তির প্রতিবাদে
নীলফামারীর সৈয়দপুরে বিতর্কিত উপজেলা যুবলীগ আহ্বায়ক
দিলনেওয়াজ খানের উপযুক্ত বিচার দাবী করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও
প্রজন্ম ৭১। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় শহরের আদিবা কনভেনশন
সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী তুলেছেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক মহসিন হক মহসিন। তিনি লিখিত বক্তব্যে ওই যুবলীগ
নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং এক সপ্তাহের মধ্যে গ্রেফতার না
করা হলে সৈয়দপুরকে অবরুদ্ধ করে ফেলার হুশিয়ারী উচ্চারণ করেন। সেই
সাথে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট
নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন শহীদ আমিনুল
হকের সন্তান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক
মহসিন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, প্রথম শহীদ
মীর্জা মাহতাব বেগের সন্তান মীর্জা সালাহউদ্দীন বেগ, মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সরকার, মুক্তিযোদ্ধা ইউনুস আলী,
রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, ফজলুল হক, শহীদ সন্তান মোনায়েমুল
হক, মুজিবুল হক প্রমুখ। সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন সাংবাদিক
শাহজাহান আলী সরকার, শহীদ সন্তান এম আর আলম ঝন্টু, দৈনিক
মুক্তভাষা সম্পাদক ও প্রকাশক ফয়েজ আহমেদ, দৈনিক আমার সংবাদ
প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ও দৈনিক ভোরের কাগজ
প্রতিনিধি জিকরুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহজী,
মাসুদুর রহমান লেলিন, আইন বিষয়ক সম্পাদক কাজী রুবেল, ত্রাণ সম্পাদক
মোতালেব হোসেন, সুরুজ মন্ডল, যুবলীগ নেতা রাহাত সরকার, কাজী
রাশেদ, সাবেক কাউন্সিলর কবির উদ্দীন ইউনুস, তাঁতীলীগের রুবেল

বসুনিয়া, ছাত্রলীগের আকাশ সরকার। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর
পেরিয়েও পাকিস্তানের প্রেতাত্মারা আজও সক্রিয়। তারা বাংলাদেশ
অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ
হাসিনা-কে বার বার হত্যার চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে উন্নয়ন কে
বাধাগ্রস্ত ও আওয়ামীলীগ কে বিতর্কিত করতে ষড়যন্ত্র অব্যাহত
রেখেছে। তারই অংশ হিসেবে তারা পাকিস্তানি এজেন্টদের
আওয়ামীলীগে অনুপ্রবেশ করে বিভিন্ন অপকর্ম করছে। তার বাবা
কুখ্যাত যুদ্ধাপরাধী নঈম খান ওরফে নঈম গুন্ডা। যে ৭১ এ অসংখ্য মানুষ
হত্যা করেছে। অগণিত মা বোনের সম্ভ্রমহানী ঘটিয়েছে। এমনকি
ট্রেন ট্রাজেডির সাথেও জড়িত নঈম খান। তার নেতৃত্বেই
মুক্তিযোদ্ধা নিধনযজ্ঞ চালানো হয়েছে সৈয়দপুরে ও পার্বতীপুরে।
বর্তমানে সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ বাগিয়ে নিয়ে ৭
বছর ধরে বহাল আছে। অথচ সে মাদক সম্রাট হয়ে অসামাজিক
কার্যকলাপ করায় সৈয়দপুর মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তার
নামে গড়ে ওঠা গুন্ডা বাহিনী দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। যুবলীগের
আহ্বায়ক হওয়ার ৩ মাসের মধ্যেই সে সংখ্যালঘু হিন্দু মাড়োয়াড়ির
বাড়ি দখলে নিয়েছিল। সম্প্রতি সে তার ভেরিফায়েড ফেসবুক
একাউন্ট থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শয়তান বলে অভিহিত করে পোস্ট
দিয়েছে। তাতে সে শহীদ পরিবারের সন্তানদের মাটিতে ফেলে পা দিয়ে
কচলায় মারবে বলেও উল্লেখ করেছে। এমন জঘন্য আচরণ মুক্তিযুদ্ধ ও
বাংলাদেশের স্বাধীনতার প্রতি চরম ধৃষ্টতা। তাই দিলনেওয়াজ খান যে
বাংলার শত্রু, স্বাধীনতার দুশমন। তা কোনভাবেই মেনে নেওয়া যায়না।
একারণে তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং
১২২৪, তারিখ ১৭/১১/২০২২ ইং। এহেন ক্ষমার অযোগ্য অপরাধের জন্য তাকে
৭ দিনের মধ্যে গ্রেফতার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য
প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় মুক্তিযোদ্ধা ও শহীদদের
সন্তানরা স্বাধীনতার পক্ষের শক্তির জনগণকে সাথে নিয়ে বৃহত্তর
আন্দোলন গড়ে তোলা হবে। দিলনেওয়াজ খানকে সৈয়দপুরে অবাঞ্ছিত
ঘোষনা করা হলো। প্রয়োজনে সৈয়দপুরকে অচল করে দেওয়া হবে বলেও
হুশিয়ারী উচ্চারণ করা হয়। বক্তারা বলেন, ইতোপূর্বেও সে স্বাধীনতা,

মুক্তিযুদ্ধ, শহীদ ও আওয়ামীলীগ নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য
করেছে। এজন্য তাকে পৌর আওয়ামীলীগের পদ থেকে বহিষ্কার করা
হয়েছে। যুবলীগের পদ থেকেও বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রে অভিযোগ
দেওয়া হয়েছে। কিন্তু কতিপয় নেতা তার অর্থের প্রভাবে নতজানু হয়ে তার
পদ-পদবী বহালের সুযোগ করে দিয়েছে। আমরা তাদেরও চিহ্নিত করেছি।
তাদের ব্যাপারেও দলের উচ্চ পর্যায়ে অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে এখনও
কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি দায়িত্বশীল জেলা নেতাসহ কতিপয়
কেন্দ্রীয় নেতারা। (ছবি আছে)

শাহজাহান আলী সরকার
সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি
মোবাঃ ০১৭২৮৩৫৭৫০৪
তাং-২২-১১-২০২২

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

হারিয়ে যাচ্ছে হলদে পাখি ‘বউ কথা কও’

Update Time : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

হারিয়ে যাচ্ছে হলদে পাখি ‘বউ কথা কও

চিলাহাটি (নীলফামারী)   :

 ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী। সেধে সেধে, কেঁদে কেঁদে যাবে কত যামিনী।’ 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বউ কথা কও কবিতার গ্রামবাংলার সেই অতিচেনা প্রিয় হলদে পাখিটি হারিয়ে যেতে বসেছে। শৈশবে গ্রামের আনাচে-কানাচে চিরচেনা এই পাখির ডাক শুনে মুখ ভেংচিয়ে খেপায়নি, এমন কে আছে। আর এখন গ্রামের গাছের ডালে ডালে তন্ন তন্ন করে খুঁজেও হলদে রঙের সুকণ্ঠী পাখিটার দেখা মেলা কঠিন। সুরেলা কণ্ঠের পাখিটি নিজের গুণেই মানুষের নজর কাড়ত। সব ঋতুতে গ্রামবাংলার প্রাকৃতিক পরিবেশ মাতিয়ে রাখতো এই পাখিটি। বাড়ির আঙ্গিনার পেয়ারা গাছে বসে ডাকতো, আর শিশুরা মুখ ভাঙ্গিয়ে খেপাতো। কিন্তু এখন পরিবেশের ভারসাম্যহীনতার কারণে গ্রামবাংলার প্রাকৃতিক বৃক্ষ নিধন আর জমিতে কীটনাশক ব্যবহারের ফলে হলদে পাখিটি বিলুপ্ত হতে বসেছে। হলদে পাখিটি আকৃতিতে অনেকটা শালিক পাখির মতো। দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার। পাখিটির বৈজ্ঞানিক নাম ওরিওলিদি এবং ইংরেজি নাম অরিওল। গায়ের পালক উজ্জ্বল হলুদ। লেজ ও পাখার অগ্রভাগের পালক কালো। গলা ও মাথার রং চিকচিকে কালো হলেও ঠোঁট ও চোখ লাল টকটকে। আর পা দুটো হালকা কালো।এরা সাধারণত ঝোঁপ- ঝাড়ে, শুকনো ডালপালা, খড়কুটো বা আগাছা দিয়ে গাছের ডালে বাসা বানায়। বসন্ত ও গ্রীষ্মের মাঝামাঝি এদের প্রজনন মৌসুম। সাদা রঙের বাদামি ফোঁটাযুক্ত ৩/৪টি ডিম পাড়ে। পুরুষ ও মেয়ে পাখি দুজন মিলে ডিমে তা দিয়ে ১৫ থেকে ১৭ দিনে বাচ্চা ফোটায়। লম্বা ঠোঁটওয়ালা হলদে পাখিটি পোকা-মাকড় ও ফল সবই খায়। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া তথা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়। পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, কৃষক বন্ধু পাখিটি বিলুপ্তির শেষ ধাপে রয়েছে। ফসলের ক্ষতিকারক পোকা- মাকড়ই এদের প্রধান খাদ্য। সে কারণে এ পাখিটি বিলুপ্ত হওয়ায় কৃষকের ক্ষতি হয়েছে। গ্রামবাংলায় আর সচরাচর চোখে পড়ে না এই পাখিটি।

“উলিপুরে অটোরিকশা সহ চোর গ্রেফতার”
আবুল কালাম আজাদ। উলিপুর প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে দিনমজুরের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য মোঃ সৌরভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র।
জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশা গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজখবর করে অটোরিকশাটি না পেয়ে সোমবার(২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চোরাইকৃত অটোরিক্সা টি গুনাইগাছ মোড়স্থ ভাংরীর দোকানে বিক্রি করার সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধারসহ কুখ্যাত চোর সৌরভ মিয়াকে গ্রেফতার করেন।
মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, চোরকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুখ্যাত চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

“শহীদদের নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবী”

শাহজাহান আলী সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি: মহান
মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ফেসবুকে জঘন্য কুটুক্তির প্রতিবাদে
নীলফামারীর সৈয়দপুরে বিতর্কিত উপজেলা যুবলীগ আহ্বায়ক
দিলনেওয়াজ খানের উপযুক্ত বিচার দাবী করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও
প্রজন্ম ৭১। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় শহরের আদিবা কনভেনশন
সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী তুলেছেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক মহসিন হক মহসিন। তিনি লিখিত বক্তব্যে ওই যুবলীগ
নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং এক সপ্তাহের মধ্যে গ্রেফতার না
করা হলে সৈয়দপুরকে অবরুদ্ধ করে ফেলার হুশিয়ারী উচ্চারণ করেন। সেই
সাথে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট
নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন শহীদ আমিনুল
হকের সন্তান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক
মহসিন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, প্রথম শহীদ
মীর্জা মাহতাব বেগের সন্তান মীর্জা সালাহউদ্দীন বেগ, মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সরকার, মুক্তিযোদ্ধা ইউনুস আলী,
রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, ফজলুল হক, শহীদ সন্তান মোনায়েমুল
হক, মুজিবুল হক প্রমুখ। সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন সাংবাদিক
শাহজাহান আলী সরকার, শহীদ সন্তান এম আর আলম ঝন্টু, দৈনিক
মুক্তভাষা সম্পাদক ও প্রকাশক ফয়েজ আহমেদ, দৈনিক আমার সংবাদ
প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ও দৈনিক ভোরের কাগজ
প্রতিনিধি জিকরুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহজী,
মাসুদুর রহমান লেলিন, আইন বিষয়ক সম্পাদক কাজী রুবেল, ত্রাণ সম্পাদক
মোতালেব হোসেন, সুরুজ মন্ডল, যুবলীগ নেতা রাহাত সরকার, কাজী
রাশেদ, সাবেক কাউন্সিলর কবির উদ্দীন ইউনুস, তাঁতীলীগের রুবেল

বসুনিয়া, ছাত্রলীগের আকাশ সরকার। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর
পেরিয়েও পাকিস্তানের প্রেতাত্মারা আজও সক্রিয়। তারা বাংলাদেশ
অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ
হাসিনা-কে বার বার হত্যার চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে উন্নয়ন কে
বাধাগ্রস্ত ও আওয়ামীলীগ কে বিতর্কিত করতে ষড়যন্ত্র অব্যাহত
রেখেছে। তারই অংশ হিসেবে তারা পাকিস্তানি এজেন্টদের
আওয়ামীলীগে অনুপ্রবেশ করে বিভিন্ন অপকর্ম করছে। তার বাবা
কুখ্যাত যুদ্ধাপরাধী নঈম খান ওরফে নঈম গুন্ডা। যে ৭১ এ অসংখ্য মানুষ
হত্যা করেছে। অগণিত মা বোনের সম্ভ্রমহানী ঘটিয়েছে। এমনকি
ট্রেন ট্রাজেডির সাথেও জড়িত নঈম খান। তার নেতৃত্বেই
মুক্তিযোদ্ধা নিধনযজ্ঞ চালানো হয়েছে সৈয়দপুরে ও পার্বতীপুরে।
বর্তমানে সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ বাগিয়ে নিয়ে ৭
বছর ধরে বহাল আছে। অথচ সে মাদক সম্রাট হয়ে অসামাজিক
কার্যকলাপ করায় সৈয়দপুর মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তার
নামে গড়ে ওঠা গুন্ডা বাহিনী দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। যুবলীগের
আহ্বায়ক হওয়ার ৩ মাসের মধ্যেই সে সংখ্যালঘু হিন্দু মাড়োয়াড়ির
বাড়ি দখলে নিয়েছিল। সম্প্রতি সে তার ভেরিফায়েড ফেসবুক
একাউন্ট থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শয়তান বলে অভিহিত করে পোস্ট
দিয়েছে। তাতে সে শহীদ পরিবারের সন্তানদের মাটিতে ফেলে পা দিয়ে
কচলায় মারবে বলেও উল্লেখ করেছে। এমন জঘন্য আচরণ মুক্তিযুদ্ধ ও
বাংলাদেশের স্বাধীনতার প্রতি চরম ধৃষ্টতা। তাই দিলনেওয়াজ খান যে
বাংলার শত্রু, স্বাধীনতার দুশমন। তা কোনভাবেই মেনে নেওয়া যায়না।
একারণে তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং
১২২৪, তারিখ ১৭/১১/২০২২ ইং। এহেন ক্ষমার অযোগ্য অপরাধের জন্য তাকে
৭ দিনের মধ্যে গ্রেফতার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য
প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় মুক্তিযোদ্ধা ও শহীদদের
সন্তানরা স্বাধীনতার পক্ষের শক্তির জনগণকে সাথে নিয়ে বৃহত্তর
আন্দোলন গড়ে তোলা হবে। দিলনেওয়াজ খানকে সৈয়দপুরে অবাঞ্ছিত
ঘোষনা করা হলো। প্রয়োজনে সৈয়দপুরকে অচল করে দেওয়া হবে বলেও
হুশিয়ারী উচ্চারণ করা হয়। বক্তারা বলেন, ইতোপূর্বেও সে স্বাধীনতা,

মুক্তিযুদ্ধ, শহীদ ও আওয়ামীলীগ নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য
করেছে। এজন্য তাকে পৌর আওয়ামীলীগের পদ থেকে বহিষ্কার করা
হয়েছে। যুবলীগের পদ থেকেও বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রে অভিযোগ
দেওয়া হয়েছে। কিন্তু কতিপয় নেতা তার অর্থের প্রভাবে নতজানু হয়ে তার
পদ-পদবী বহালের সুযোগ করে দিয়েছে। আমরা তাদেরও চিহ্নিত করেছি।
তাদের ব্যাপারেও দলের উচ্চ পর্যায়ে অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে এখনও
কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি দায়িত্বশীল জেলা নেতাসহ কতিপয়
কেন্দ্রীয় নেতারা। (ছবি আছে)

শাহজাহান আলী সরকার
সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি
মোবাঃ ০১৭২৮৩৫৭৫০৪
তাং-২২-১১-২০২২