চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) চাকসু কেন্দ্রের উদ্যোগে চাকসু ভবনের প্রবেশ পথে মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়ালচিত্রের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার, (২১ নভেম্বর ২০২২) সকাল ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ দেয়ালচিত্রের উদ্বোধন করেন। সেই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চাকসু কেন্দ্রের পরিচালক চবি সিনেট সদস্য জনাব শাহেদ বীন ছাদিক, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, চবি চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালক ও সহকারী প্রক্টর জনাব অরুপ বড়ুয়া এবং দেয়ালচিত্রের শিল্পী রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ’৫২ এর ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চ এর ভাষণ ও মহান মুক্তিযুদ্ধ দেয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলায় চাকসু কেন্দ্রের পরিচালক ও সহকারী পরিচালসহ শিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ছাত্র রফিকুল ইসলাম ও শিল্পী মংহ্লা ওয়ান এ দেয়ালচিত্র অংকন করেন।