ফুটবল বিশ্বকাপের পর্দা উঠেছে কাতারে সেই উন্মাদনায় ভাসছে হোসেনপুরে ব্রাজিলের সমর্থকরা।
কিশোরগঞ্জ প্রতিনিধি –
কাতার বিশ্বকাপে পর্দা উঠেছে গত কয়েকদিন আগে এরি ধারাবাহিকতায় বড় দুইটি দলের সমর্থক আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থনে সারাবিশ্বের মতো হোসেনপুর সিদলার ইউনিয়ন হারেঞ্জা গ্রামেও এর রেশ বইতেছে। নামা সিদলা গ্রামে চলতেছে ব্রাজিলের সমথকদের অবস্থা। ব্রাজিলের সমর্থকেরা 50 ফিট পতাকা টাঙ্গিয়ে জানান দিচ্ছেন তাদের সমর্থন। দিনের গুন্ডি পেরিয়ে রাতেও চলছে এর উন্মাদনা। চায়ের স্টোল সহ বাড়িতে বাড়িতে চলতে তর্ক বিতর্ক। কোন দলের সমর্থকেরাই কম নয়। যুক্তি তর্কে সবাই জানান দিয়েছেন তাদের দলই সেরা। সিদলা এই গ্রামের উন্মাদনা । মাঝেমধ্যেই গ্রামের দুই বড় দলের সমর্থকদের মধ্যে চলতেছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। উৎসবে রুপান্তরিত হয়েছে উক্ত গ্রামের ফুটবল সমর্থকদের উন্মাদনায়। নিজ নিজ দলের জার্সি পরে মাঝেমধ্যেই স্লোগান, মিচিলে মেতে উঠেছে উক্ত গ্রামের নানান বয়সী শ্রেনীপেশার মানুষ।হাবিবুর রহমান বলেন আমরা এবার বিশ্বকাপ জিতবো বিশ্বাস। ইয়াসিন শেখ বলেন গতবার বিশ্বকাপ ফ্রান্স নিয়েছিল এবার ব্রাজিল নিবে ১০০% সিউর। গণমাধ্যম কর্মী রফিকুল ইসলাম বলেন ব্রাজিল আমার খুব প্রিয় দল আমি ছোটবেলা থেকেই ব্রাজিল করি এবার বিশ্বকাপ ব্রাজিলে নিবে।
কিশোরগঞ্জ প্রতিনিধি –
কাতার বিশ্বকাপে পর্দা উঠেছে গত কয়েকদিন আগে এরি ধারাবাহিকতায় বড় দুইটি দলের সমর্থক আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থনে সারাবিশ্বের মতো হোসেনপুর সিদলার ইউনিয়ন হারেঞ্জা গ্রামেও এর রেশ বইতেছে। নামা সিদলা গ্রামে চলতেছে ব্রাজিলের সমথকদের অবস্থা। ব্রাজিলের সমর্থকেরা 50 ফিট পতাকা টাঙ্গিয়ে জানান দিচ্ছেন তাদের সমর্থন। দিনের গুন্ডি পেরিয়ে রাতেও চলছে এর উন্মাদনা। চায়ের স্টোল সহ বাড়িতে বাড়িতে চলতে তর্ক বিতর্ক। কোন দলের সমর্থকেরাই কম নয়। যুক্তি তর্কে সবাই জানান দিয়েছেন তাদের দলই সেরা। সিদলা এই গ্রামের উন্মাদনা । মাঝেমধ্যেই গ্রামের দুই বড় দলের সমর্থকদের মধ্যে চলতেছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। উৎসবে রুপান্তরিত হয়েছে উক্ত গ্রামের ফুটবল সমর্থকদের উন্মাদনায়। নিজ নিজ দলের জার্সি পরে মাঝেমধ্যেই স্লোগান, মিচিলে মেতে উঠেছে উক্ত গ্রামের নানান বয়সী শ্রেনীপেশার মানুষ।হাবিবুর রহমান বলেন আমরা এবার বিশ্বকাপ জিতবো বিশ্বাস। ইয়াসিন শেখ বলেন গতবার বিশ্বকাপ ফ্রান্স নিয়েছিল এবার ব্রাজিল নিবে ১০০% সিউর। গণমাধ্যম কর্মী রফিকুল ইসলাম বলেন ব্রাজিল আমার খুব প্রিয় দল আমি ছোটবেলা থেকেই ব্রাজিল করি এবার বিশ্বকাপ ব্রাজিলে নিবে।