“গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্টক্যান ও সাদাছড়ি বিতরণ”
আব্দুর রউফ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে তাদের পথ চলার একমাত্র অবলম্বন স্মার্টক্যান ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গৌরীপুর রেলওয়ে জংশন চত্বরে সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের এ উপকরন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে ও সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন মিয়ার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর মোঃ আব্দুর রউফ মোস্তাকীম, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সুরঞ্জিত তালুকদার, সাংবাদিক ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, আব্দুর রউফ দুদু, সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রাসেল মিয়া, সংগঠনের নেতা সিরাজুল ইসলাম, চাঁন মিয়া প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার এসময় স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধী মোঃ রাসেল মিয়াকে হাঁস-মুরগী পালনের জন্য ও সংগঠনের জেলা শাখার কার্যালয়ের আসবাবপত্র ক্রয়ের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।