“সাতক্ষীরার প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত”
আজমাইন ইখতেদার তুরাজ, সাতক্ষীরা :
সাতক্ষীরার প্রয়াত সাংবাদিক সুভাষ
চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা
একাডেমীতে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা
পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ
মুজিবুর রহমান, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা
প্রসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ
ইফতেখার আলী প্রমুখ। এর আগে সুভাষ চৌধুরী স্মরনে ‘সুবাসিত সুভাষ’
স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। শোকসভায়
সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন
শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিকতাকে সমৃদ্ধ করার জন্য সুভাষ চৌধুরীর অবদান
অবিস্মরণীয়। বিশেষ করে উপকূলীয় সাংবাদিকতায় সুভাষ চৌধুরী ছিলেন এক
অনন্য দৃষ্টান্ত। মফস্বল সাংবাদিকতায় সুভাষ চৌধুরী অনুসরণীয় বলে উল্লেখ করেন
বক্তারা।
প্রসঙ্গতঃ সাতক্ষীরার প্রয়াত প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী চলতি বছরের ২০
সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনটিভি ও দৈনিক যুগান্তরের
জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।