“গৌরীপুরে শিশুদের জন্য শিক্ষা, ক্রীড়া ও হাইজিন সামগ্রীসহ উপহার নিয়ে হাজির হলেন-ইউএনও”
আব্দুর রউফ দুদু ময়মনসিংহ, গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২৭ নভেম্বর) ডৌহাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর হাতে হাইজিন সামগ্রী সম্বলিত একটি প্যাকেট তুলে দেয়া হয়। এসময় ছাত্র-ছাত্রীদের টিফিন বক্সসহ বিদ্যালয়ের শিশুদের জন্য ফুটবল উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়। শিশুদের চিত্তাকর্ষক পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে হবে। এসময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সমাজকর্মী নাজিম উদ্দিন, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক মোঃ আসলাম হায়দার,সহকারী শিক্ষা অফিসার, এসএমসি সভাপতি, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রতন সরকার বলেন, ইউএনও সাহেবের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করার পাশাপাশি চিত্ত বিনোদনের মাধ্যমে পড়াশোনায় আগ্রহী করে তুলবে। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, হাইজিন সামগ্রী ব্যবহারের অভ্যাসের মাধ্যমে শিশুরা তাদের স্বাস্থ্য ও হাইজিন বিষয়ে নিজেরা সচেতন হবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে।