তাহিরপুরে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার বৃহৎ বোর ফসলী ধানের হাওর শনির হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরণ/মেরামত কাজ সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবছরে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লা খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শওকতউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম সহ বাঁধ নির্মাণ কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ
১৫.১২.২২