তাহিরপুরে এমপি রতন কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত করায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, মিডওয়াইফ সেবিনা আক্তার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, এমএইচভি রুবেল আহমদ, ইউপি সদস্য জয় রায় প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক্সরে ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন এমপি রতন।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ
০১৭১৭৯৮৬২৩২