কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি –
নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেনের প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির অধীনে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে একযোগে বোর্ডের ১২৩ কেন্দ্রে বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নাটোর জেলায় মোট ১৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে গুরুদাসপুরে ৩১১জন, বড়াইগ্রামে ১৯৮, বনপাড়ায় ১১০, লালপুরে ২৫৭, বাগাতিপাড়ায় ২৮২ ও নাটোর সদর উপজেলায় ২৬৫ জন। আগামীকাল ২২ ডিসেম্বর একইভাবে গণিত পরীক্ষা হবে।
ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইয়াকুব আলী ও নাটোর জেলা শাখার সভাপতি অধ্যাপক একরামুল হক খোকন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের স্কুলের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
- Reporter Name
- Update Time : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- ৬৩৭ Time View
Tag :
আলোচিত