Dhaka ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কচুরিপানার কাগজে আসছে বৈদেশিক মুদ্রা।

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ৮৩১ Time View

বরিশালে কচুরিপানার কাগজে আসছে বৈদেশিক মুদ্রা।
বরিশাল:  বড় দিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রায় দুই হাজার দুঃস্থ ও বিধবা নারীর শ্রমে
কচুরিপানার বিশেষ কাগজ দিয়ে তৈরী শান্তা ক্লজ, বাহারী উপহার ও খেলনা সামগ্রী বিদেশে রপ্তানী করে সুনামের
সাথে অর্জন করছে বৈদেশিক মুদ্রা। পরিত্যক্ত ডোবা ও পুকুরের কচুরিপানা দিয়ে বিশেষভাবে নির্মিত কাগজ, জুট
পেপার, কটন পেপার, সিল পেপার, শনপাট, ওয়াটার রাইজিং দিয়ে তৈরী করা হয়েছে যীশু খ্রিষ্ঠের জন্মদিন উপলক্ষে
দৃষ্টিনন্দন বড়দিনের শান্তা ক্লজ, কিসমাস ষ্টার, ষ্টার গারলাট, কিসমাস কার্ড, কিসমাস অর্নামেন্ট, ফ্লয়ার
গারলাট, ট্রি সাজানোর পন্য, ক্রিসমাস ট্রি, গীর্জা ও বাড়ি সাজানোর পন্যসহ বিভিন্ন অনুষ্ঠানের উপহার সামগ্রী।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৃতি’র উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি কেন্দ্রে প্রায় দুই হাজার দুঃস্থ ও
বিধবা নারী কর্মরত রয়েছেন। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি কেন্দ্রের মাধ্যমে শৌখিন এসব খেলনা ও উপহার
সামগ্রী রপ্তানী করা হচ্ছে জাপান, অস্টেলিয়া, সুইডেন, ইতালী, জার্মান, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে।
এখানকার তৈরি করা কচুরিপানার ওইসব শৌখিন উপহার সামগ্রী দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফলে
বিধবা ও দুঃস্থ নারীরা খুঁজে পেয়েছেন বেঁচে থাকার অবলম্বন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড়
এন্টারপ্রাইজে কর্মরত ওই গ্রামের বাসিন্দা মনি বালা (৪৮) জানান, কচুরিপানা আর বড়দিন তার জীবনে আশীর্বাদ
হয়ে এসেছে। মনিবালা কচুরিপানার কাগজ দিয়ে তৈরি করা বড় দিনের শান্তা ক্লজসহ বিভিন্ন উপহার সামগ্রী তৈরির
সু-নিপুন কারিগরদের একজন। মনি বালার মতো ওই এলাকার অসংখ্য অসহায় ও দুঃস্থ নারীরা আগৈলঝাড়ার পাঁচটি
কেন্দ্রে কাজ করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মনি বালা বলেন, অভাবের সংসারে ছেলে-মেয়েদের নিয়ে
কোন রকম খেয়ে না খেয়ে বেঁেচছিলাম। কাজের মাধ্যমে আজ পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালোই রয়েছি। মনি
বালার আরেক সহকর্মী বিধবা বীনা হালদার (৫০) ও বিধবা শিউলী বেগম (৪৭) বলেন, আমরা যেসব জিনিস তৈরি
করছি, সেগুলো দিয়ে দীর্ঘদিন থেকে দেশ ও বিদেশের খ্রীষ্টিয় সম্প্রদায়ের লোকজনে শুভ বড় দিন পালন করে
আসছেন। প্রতিদিন একজন নারী শ্রমিক তাদের উৎপাদিত কাজের পারিশ্রমিক হিসেবে চার থেকে সাড়ে চারশ’ টাকা
আয় করছেন। জোবারপাড় এন্টারপ্রাইজের ম্যানেজার পাপড়ি মন্ডল বলেন, বর্তমানে প্রকল্পের পাঁচটি কেন্দ্রের
প্রায় দুই হাজার নারী শ্রমিক কাজ করছেন। এদেরমধ্যে অধিকাংশরাই হচ্ছেন স্বামী পরিত্যক্তা, বিধবা কিংবা
অসহায় ও দুঃস্থ পরিবারের। তিনি আরও বলেন, এবছর দেশ-বিদেশে এখানকার নারীদের কচুরিপানার কাগজে তৈরি
শান্তা ক্লজসহ বড়দিনের অন্যান্য শৌখিন পন্য দেশ ও বিদেশের বাজারে বেশ সুনাম কুড়িয়েছে। প্রোডাক্ট
ডিজাইনার খোকন সমদ্দার বলেন, উপজেলার জোবারপাড় এন্টারপ্রাইজ, কালুরপাড়ের বির্বতন, বড়মগরার কেয়া
পাম হ্যান্ডিক্রাফ্টস, নগরবাড়ির চ্যারিটি ফাউন্ডেশন ও বাগধা এন্টারপ্রাইজে প্রতিবছরই নতুন নতুন গিফ্ট
আইটেমের কাজ করা হয়। এখানে চার হাজারের উপর আইটেম তৈরী করা হয়ে থাকে। বিবর্তন প্রকল্পের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৪ সালে কচুরিপানাকে ঘিরে এমসিসি (মেনোনাইট সেন্ট্রাল কমিটি)
আওতায় এলাকায় গড়ে ওঠে জোবারপাড় এন্টারপ্রাইজ নামের একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় এলাকার
অসহায় নারীরা শুধু ডোবা ও মজাপুকুর থেকে কচুরিপানা সংগ্রহ করেন। পরবর্তীতে কচুরিপানার সাথে পাট,
পরিত্যক্ত কাগজ ও সিল্ক কাপড় দিয়ে মন্ড তৈরি করা হয়। এরপর তাতে রং দিয়ে রোদে শুকানোর পর তৈরি হয়
কাগজ। এভাবে প্রতিদিন তৈরি হচ্ছে তিন হাজার পিস কচুরিপানার কাগজ। সেই কাগজ দিয়ে তৈরি করা হয় হস্তজাত
উপহার সামগ্রী। ওই উপহার সামগ্রীতে বিভিন্ন ধরনের কাঁচা ফুলও ব্যবহার করা হয়। সূত্রে আরও জানা গেছে,
অল্প সময়ের মধ্যে অসহায় নারীদের হাতে তৈরি পণ্য বিদেশের বাজার দখল করে নেয়। একইবছর উপজেলার বাগধা
এলাকায় বাগধা এন্টারপ্রাইজ নামে আরো একটি প্রকল্প চালু করা হয়। এ দুটি প্রকল্পের সাফল্যের পর ১৯৮৭
সালে গড়ে ওঠে কেয়াপাম হ্যান্ডিক্রাফট নামের আরো একটি প্রকল্প। এরপর ১৯৯৩ সালে আগৈলঝাড়ায় বিবর্তন
নামের আরো একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। কচুরিপানার কাগজ দিয়ে তৈরি উপহার সামগ্রী পাঠানো হচ্ছে-
কানাডা, ডেনমার্ক, ইতালী, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, দক্ষিণ
কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিবছরই
ওইসব দেশে এ উপহার সামগ্রীর চাহিদা বাড়ছে। বিশেষ করে বড়দিনের উৎসব থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এর
চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সংস্থার মাধ্যমে শৌখিন এসব খেলনা ও উপহার সামগ্রী ইউরোপ, আমেরিকাসহ
বিভিন্ন দেশে রফতানির মাধ্যমে আসছে প্রচুর বৈদেশিক মূদ্রা। দুঃস্থ নারীদের তৈরি করা কচুরিপানার শৌখিন
উপহার সামগ্রী সর্বত্র প্রশংসা কুড়িয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রকৃতি বাংলাদেশ’র মাদার প্রকল্প এমসিসি
আমেরিকা’র কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ জানান, ১৯৮৭ সালে আগৈলঝাড়ায় কেয়াপাম হ্যান্ডিক্রাফট্স মাত্র
সাতজন নারী কর্মী নিয়ে ছয় লাখ ডলার মূল্যের রপ্তানি বাজারে প্রবেশ করে। বর্তমানে এখানকার হস্তজাত শিল্প
এখন ইংল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে ২০ লাখেরও বেশী মার্কিন ডলার আয় করছে।

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: আমির খসরু। 
বরিশাল:  সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ‌নিবার (২৪ ডিসেম্বর) দুপু‌রে কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে বরিশাল নগরের কুমার হল সংলগ্ন ব‌রিশাল জেলা ও মহানগর বিএন‌পির দলীয়
কার্যালয়ের সামনে থে‌কে গণমি‌ছিল বের হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা
ব‌লেন।আমির খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে। এবারের
জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ভোট চুরি করতে দেওয়া হবে না। এবার ভোট চোরদের হাতে-
নাতে ধরতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে।তিনি বলেন, দখলদার, ফ্যাসিষ্ট, অবৈধ ও
অর্নিবাচিত সরকারের বিদায়ের জন্য দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। যার প্রতিফলন আজকে এ
বরিশালে বিএনপির গণমিছিল প্রমাণ করেছে। দেশে আজ গণজোয়ার শুরু হয়েছে। গণজোয়ারে
ফ্যাসিষ্ট সরকারকে বিদায় নিতে হবে। মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়, তার ভোটাধিকার,
আইনের শাষণ, বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা এবং ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে
চায়। মানুষ এখন জীবনের ঝুকি নিয়ে রাস্তায় নেমেছে। জীবন দিয়ে হলেও এবার তারা গণতন্ত্র
রক্ষা করবে।গণ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক
মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের
সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন,
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার
জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয়
বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান, আবু
নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন,
কোতোয়ালি বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক
অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমা‌বেশ
শে‌ষে গণ‌মিছিল বের করা হয়। মি‌ছিল‌টি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায়
দলীয় কার্যাল‌য়ে গি‌য়ে শেষ হয়।  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ
চৌধুরীর নেতৃত্বে গণমিছিলে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।এদিকে
অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
24/12/2022
01620-849601

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

বরিশালে কচুরিপানার কাগজে আসছে বৈদেশিক মুদ্রা।

Update Time : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

বরিশালে কচুরিপানার কাগজে আসছে বৈদেশিক মুদ্রা।
বরিশাল:  বড় দিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রায় দুই হাজার দুঃস্থ ও বিধবা নারীর শ্রমে
কচুরিপানার বিশেষ কাগজ দিয়ে তৈরী শান্তা ক্লজ, বাহারী উপহার ও খেলনা সামগ্রী বিদেশে রপ্তানী করে সুনামের
সাথে অর্জন করছে বৈদেশিক মুদ্রা। পরিত্যক্ত ডোবা ও পুকুরের কচুরিপানা দিয়ে বিশেষভাবে নির্মিত কাগজ, জুট
পেপার, কটন পেপার, সিল পেপার, শনপাট, ওয়াটার রাইজিং দিয়ে তৈরী করা হয়েছে যীশু খ্রিষ্ঠের জন্মদিন উপলক্ষে
দৃষ্টিনন্দন বড়দিনের শান্তা ক্লজ, কিসমাস ষ্টার, ষ্টার গারলাট, কিসমাস কার্ড, কিসমাস অর্নামেন্ট, ফ্লয়ার
গারলাট, ট্রি সাজানোর পন্য, ক্রিসমাস ট্রি, গীর্জা ও বাড়ি সাজানোর পন্যসহ বিভিন্ন অনুষ্ঠানের উপহার সামগ্রী।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৃতি’র উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি কেন্দ্রে প্রায় দুই হাজার দুঃস্থ ও
বিধবা নারী কর্মরত রয়েছেন। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি কেন্দ্রের মাধ্যমে শৌখিন এসব খেলনা ও উপহার
সামগ্রী রপ্তানী করা হচ্ছে জাপান, অস্টেলিয়া, সুইডেন, ইতালী, জার্মান, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে।
এখানকার তৈরি করা কচুরিপানার ওইসব শৌখিন উপহার সামগ্রী দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফলে
বিধবা ও দুঃস্থ নারীরা খুঁজে পেয়েছেন বেঁচে থাকার অবলম্বন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড়
এন্টারপ্রাইজে কর্মরত ওই গ্রামের বাসিন্দা মনি বালা (৪৮) জানান, কচুরিপানা আর বড়দিন তার জীবনে আশীর্বাদ
হয়ে এসেছে। মনিবালা কচুরিপানার কাগজ দিয়ে তৈরি করা বড় দিনের শান্তা ক্লজসহ বিভিন্ন উপহার সামগ্রী তৈরির
সু-নিপুন কারিগরদের একজন। মনি বালার মতো ওই এলাকার অসংখ্য অসহায় ও দুঃস্থ নারীরা আগৈলঝাড়ার পাঁচটি
কেন্দ্রে কাজ করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মনি বালা বলেন, অভাবের সংসারে ছেলে-মেয়েদের নিয়ে
কোন রকম খেয়ে না খেয়ে বেঁেচছিলাম। কাজের মাধ্যমে আজ পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালোই রয়েছি। মনি
বালার আরেক সহকর্মী বিধবা বীনা হালদার (৫০) ও বিধবা শিউলী বেগম (৪৭) বলেন, আমরা যেসব জিনিস তৈরি
করছি, সেগুলো দিয়ে দীর্ঘদিন থেকে দেশ ও বিদেশের খ্রীষ্টিয় সম্প্রদায়ের লোকজনে শুভ বড় দিন পালন করে
আসছেন। প্রতিদিন একজন নারী শ্রমিক তাদের উৎপাদিত কাজের পারিশ্রমিক হিসেবে চার থেকে সাড়ে চারশ’ টাকা
আয় করছেন। জোবারপাড় এন্টারপ্রাইজের ম্যানেজার পাপড়ি মন্ডল বলেন, বর্তমানে প্রকল্পের পাঁচটি কেন্দ্রের
প্রায় দুই হাজার নারী শ্রমিক কাজ করছেন। এদেরমধ্যে অধিকাংশরাই হচ্ছেন স্বামী পরিত্যক্তা, বিধবা কিংবা
অসহায় ও দুঃস্থ পরিবারের। তিনি আরও বলেন, এবছর দেশ-বিদেশে এখানকার নারীদের কচুরিপানার কাগজে তৈরি
শান্তা ক্লজসহ বড়দিনের অন্যান্য শৌখিন পন্য দেশ ও বিদেশের বাজারে বেশ সুনাম কুড়িয়েছে। প্রোডাক্ট
ডিজাইনার খোকন সমদ্দার বলেন, উপজেলার জোবারপাড় এন্টারপ্রাইজ, কালুরপাড়ের বির্বতন, বড়মগরার কেয়া
পাম হ্যান্ডিক্রাফ্টস, নগরবাড়ির চ্যারিটি ফাউন্ডেশন ও বাগধা এন্টারপ্রাইজে প্রতিবছরই নতুন নতুন গিফ্ট
আইটেমের কাজ করা হয়। এখানে চার হাজারের উপর আইটেম তৈরী করা হয়ে থাকে। বিবর্তন প্রকল্পের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৪ সালে কচুরিপানাকে ঘিরে এমসিসি (মেনোনাইট সেন্ট্রাল কমিটি)
আওতায় এলাকায় গড়ে ওঠে জোবারপাড় এন্টারপ্রাইজ নামের একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় এলাকার
অসহায় নারীরা শুধু ডোবা ও মজাপুকুর থেকে কচুরিপানা সংগ্রহ করেন। পরবর্তীতে কচুরিপানার সাথে পাট,
পরিত্যক্ত কাগজ ও সিল্ক কাপড় দিয়ে মন্ড তৈরি করা হয়। এরপর তাতে রং দিয়ে রোদে শুকানোর পর তৈরি হয়
কাগজ। এভাবে প্রতিদিন তৈরি হচ্ছে তিন হাজার পিস কচুরিপানার কাগজ। সেই কাগজ দিয়ে তৈরি করা হয় হস্তজাত
উপহার সামগ্রী। ওই উপহার সামগ্রীতে বিভিন্ন ধরনের কাঁচা ফুলও ব্যবহার করা হয়। সূত্রে আরও জানা গেছে,
অল্প সময়ের মধ্যে অসহায় নারীদের হাতে তৈরি পণ্য বিদেশের বাজার দখল করে নেয়। একইবছর উপজেলার বাগধা
এলাকায় বাগধা এন্টারপ্রাইজ নামে আরো একটি প্রকল্প চালু করা হয়। এ দুটি প্রকল্পের সাফল্যের পর ১৯৮৭
সালে গড়ে ওঠে কেয়াপাম হ্যান্ডিক্রাফট নামের আরো একটি প্রকল্প। এরপর ১৯৯৩ সালে আগৈলঝাড়ায় বিবর্তন
নামের আরো একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। কচুরিপানার কাগজ দিয়ে তৈরি উপহার সামগ্রী পাঠানো হচ্ছে-
কানাডা, ডেনমার্ক, ইতালী, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, দক্ষিণ
কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিবছরই
ওইসব দেশে এ উপহার সামগ্রীর চাহিদা বাড়ছে। বিশেষ করে বড়দিনের উৎসব থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এর
চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সংস্থার মাধ্যমে শৌখিন এসব খেলনা ও উপহার সামগ্রী ইউরোপ, আমেরিকাসহ
বিভিন্ন দেশে রফতানির মাধ্যমে আসছে প্রচুর বৈদেশিক মূদ্রা। দুঃস্থ নারীদের তৈরি করা কচুরিপানার শৌখিন
উপহার সামগ্রী সর্বত্র প্রশংসা কুড়িয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রকৃতি বাংলাদেশ’র মাদার প্রকল্প এমসিসি
আমেরিকা’র কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ জানান, ১৯৮৭ সালে আগৈলঝাড়ায় কেয়াপাম হ্যান্ডিক্রাফট্স মাত্র
সাতজন নারী কর্মী নিয়ে ছয় লাখ ডলার মূল্যের রপ্তানি বাজারে প্রবেশ করে। বর্তমানে এখানকার হস্তজাত শিল্প
এখন ইংল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে ২০ লাখেরও বেশী মার্কিন ডলার আয় করছে।

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: আমির খসরু। 
বরিশাল:  সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ‌নিবার (২৪ ডিসেম্বর) দুপু‌রে কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে বরিশাল নগরের কুমার হল সংলগ্ন ব‌রিশাল জেলা ও মহানগর বিএন‌পির দলীয়
কার্যালয়ের সামনে থে‌কে গণমি‌ছিল বের হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা
ব‌লেন।আমির খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে। এবারের
জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ভোট চুরি করতে দেওয়া হবে না। এবার ভোট চোরদের হাতে-
নাতে ধরতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে।তিনি বলেন, দখলদার, ফ্যাসিষ্ট, অবৈধ ও
অর্নিবাচিত সরকারের বিদায়ের জন্য দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। যার প্রতিফলন আজকে এ
বরিশালে বিএনপির গণমিছিল প্রমাণ করেছে। দেশে আজ গণজোয়ার শুরু হয়েছে। গণজোয়ারে
ফ্যাসিষ্ট সরকারকে বিদায় নিতে হবে। মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়, তার ভোটাধিকার,
আইনের শাষণ, বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা এবং ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে
চায়। মানুষ এখন জীবনের ঝুকি নিয়ে রাস্তায় নেমেছে। জীবন দিয়ে হলেও এবার তারা গণতন্ত্র
রক্ষা করবে।গণ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক
মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের
সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন,
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার
জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয়
বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান, আবু
নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন,
কোতোয়ালি বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক
অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমা‌বেশ
শে‌ষে গণ‌মিছিল বের করা হয়। মি‌ছিল‌টি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায়
দলীয় কার্যাল‌য়ে গি‌য়ে শেষ হয়।  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ
চৌধুরীর নেতৃত্বে গণমিছিলে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।এদিকে
অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
24/12/2022
01620-849601