আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ শ্লোগান ধারন করে” সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ এর বদলীজনিত বিদায় এবং নবাগত উপজেলা শিক্ষা নাইয়ার সুলতানাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা সহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। এ সরকারের আমলেই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা হয়েছে। তাই ছাত্র-ছাত্রী সু শিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আপনাদেরকে। আজ যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার কোন বিকল্প নেই। সাথে শিক্ষার্থীদের সাহিত্য- সংস্কৃতির চর্চায় মনোনিবেশ করে তুলতে হবে। মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ কেউ যেন জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সকল ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদিকে যেমন বিভিন্ন দেশে মাদকের ভয়াবহ ছোবলে দেশ -জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনি আমাদের দেশেও অনেকে মাদক কারবার করা সহ অনেকে মোবাইল আসক্ত হয়ে হতে বিপথগামী হচ্ছে, এসব দিকে কড়াভাবে অভিভাবক ও শিক্ষকদেরকেও নজর রেখে ছাত্র- ছাত্রী যুবক-যুবতীদের সু নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মোঃ নূরে আলম সিদ্দিকী,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল- আমিন। এসময় অনুষ্ঠানে সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক,ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।