ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।
মাহাবুবুল আলম সোহাগ,ময়মনসিংহঃ
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোডস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এর সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ূম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম সেবা, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, টিটিসি অধ্যক্ষ মাহতাব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে ৫০ জন হিজরা জনগোষ্ঠীর মাঝে দশ হাজার টাকা করে অনুদান প্রদান ও প্রতিবন্ধীদের মাঝে ২টি হুইল চেয়ার ও খাবার বিতরণ করা হয়।এছাড়াও আলোচনা সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।